shono
Advertisement

Breaking News

Saugata Roy Hospitalized

ফের অসুস্থ সৌগত রায়, বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সাংসদ

গত বছর বেশ কয়েকদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূল সাংসদ।
Published By: Sayani SenPosted: 01:15 PM Jan 19, 2026Updated: 02:31 PM Jan 19, 2026

ফের অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Saugata Roy)। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, রবিবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে খাওয়াদাওয়া করেন। বাড়ি ফিরে অসুস্থবোধ করেন সাংসদ। তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন সাংসদ।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, ডায়েরিয়া হয়েছে তাঁর। আচমকা রক্তে শর্করার মাত্রা কমে যায়। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সাংসদের। মাত্র কয়েকদিন আগে পেসমেকার বসানো হয় তাঁর। সেক্ষেত্রে কোনও সমস্যা দেখা হয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী ২-৩ দিনের মধ্যে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ থেকে বেরোনোর সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ। সংসদের কর্মীরা তাঁকে হুইলচেয়ারে বসিয়ে অধিবেশনকক্ষ থেকে বার করে নিয়ে যান। গত ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করানো হয়। সেই সময় সৌগতের বুকে পেসমেকার বসানো হয়েছিল। গত ২২ জুনও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সাংসদকে। সেই সময় তাঁর শরীরে ভিটামিন বি ওয়ানের ঘাটতি, শিরদাঁড়ার নিচে ব্যথা-সহ একাধিক সমস্যা দেখা দেয়। জটিল স্নায়ুরোগ, ফুসফুসের সংক্রমণও দেখা দেয় প্রবীণ সাংসদের। বেশ কিছুদিন ভর্তি থাকার পর সেবার সুস্থ হন সৌগত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement