কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবীর! আগামী দু'সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই আর্জি জানিয়ে আবেদন করতে হবে বলে নির্দেশ কলকাতা হাই কোর্টের। গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভরতপুরের বিধায়ক। আজ সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে হাই কোর্টের নির্দেশ, কেন্দ্র জেড বা ওয়াই, যে ক্যাটেগরিরই নিরাপত্তার অনুমতি দিক, তার খরচ বহন করবেন হুমায়ুন কবীর (Humayun Kabir) নিজেকেই। তবে আগামী দু'সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানাতে হবে বলেও নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের।
গত কয়েকদিন আগেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে তৃণমূল। দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে দল। এরপরেই নাকি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন ভরতপুরের বিধায়ক। শুধু তাই নয়, এর মধ্যেই তাঁর নিরাপত্তায় থাকা রাজ্য পুলিশের এক কর্মীর সঙ্গে বিতর্কে জড়ান বিধায়ক পুত্র। শুধু তাই নয়, গত কয়েকদিনে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয় হুমায়ুন কবীরকে। এরপরেই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এই সংক্রান্ত মামলায় এর আগে কেন্দ্রের কাছে জবাব তলব করে হাই কোর্ট। আজ সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ফের এই সংক্রান্ত মামলা শুনানির জন্য ওঠে।
মামলার শুনানিতে বিধায়কের আইনজীবী কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার দাবিতে সওয়াল করেন। শুধু তাই নয়, বিধায়ক হিসাবে যে নিরাপত্তা হুমায়ুন কবীর পান, তা যথেষ্ট নয় বলেও জানান আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে হুমায়ুন কবীরকে আগামী দু'সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানানোর কথা বলা হয়েছে। শুধু তাই নয়, জেড বা ওয়াই, যে ক্যাটেগরিরই নিরাপত্তার অনুমতি কেন্দ্র দিক, তার খরচ ভরতপুরের বিধায়ককেই বহন করতে হবে বলে নির্দেশ হাই কোর্টের।
