খাস কলকাতায় (Kolkata) এবার গায়িকা খুন! লণ্ডভণ্ড ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধার গলা কাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী স্টিটে। খবর পেয়েই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পরই পুলিশ নিশ্চিত লুটপাটে বাধা পেয়ে বৃদ্ধাকে খুন করেছে আয়া। তদন্তের স্বার্থে আটক করা হয়েছে অভিযুক্তকে।
জানা গিয়েছে, মৃতার নাম অনিতা ঘোষ। তাঁর বয়স ৬৪ বছর। তিনি সঙ্গীতশিল্পী হিসেবেই এলাকায় পরিচিত। বর্তমানে অনলাইনে ক্লাস করাতেন। স্বামী অরূপ ঘোষ দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী। বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী স্টিটের একটি ফ্ল্যাটে থাকতেন ওই বৃদ্ধ দম্পতি। তাঁদের দেখাশোনা করার জন্য আয়া ও পরিচারিকা ছিলেন। সোমবার সকালে আচমকা প্রতিবেশীরা বৃদ্ধার আর্তনাদ শুনতে পান। স্বাভাবিকভাবেই তাঁরা ছুটে যান। দরজায় ধাক্কা দিতে আঁতকে ওঠার মতো দৃশ্য। প্রতিবেশীরা দেখেন, ছুরি হাতে দাঁড়িয়ে আয়া। কী হয়েছে জিজ্ঞাসা করলে তাঁর কাছে কোনও সদুত্তর মেলেনি। এরপরই তাঁরা দেখেন ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধা।
তড়িঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এরপর আটক করা হয় অভিযুক্ত আয়াকে। তদন্তকারীরা জানিয়েছেন, টানা জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে সে। কিন্তু ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, মৃতার গয়না, নগদ টাকা হাতানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। তা টের পেয়ে বাধা দেন অনিতাদেবী। তাতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু'জন। সেই সময় বৃদ্ধাকে ছুরি দিয়ে এলোপাথারি কোপায় অভিযুক্ত। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।
