shono
Advertisement

সংসদে ‘গ্যাস অ্যাটাক’ থেকে শিক্ষা, বিধানসভার নিরাপত্তায় বড় বদল

বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
Posted: 04:29 PM Dec 14, 2023Updated: 04:29 PM Dec 14, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সংসদে ‘গ্যাস অ্যাটাক’ থেকে শিক্ষা। বিধানসভার নিরাপত্তায় একাধিক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জরুরি বৈঠকের পর সেকথা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এদিনের বৈঠকে বিধানসভার নিরাপত্তায় ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা একনজরে দেখে নেওয়া যাক।

  • সমস্ত গেটে ওয়েব ক্যামেরা বসছে। যাতে প্রত্যেকের মুখ ধরা পড়ে।
  • পশ্চিম গেট কেবলমাত্র ভিজিটার্সদের জন্য।
  • পরিচয়পত্র ছাড়া স্টাফ, সাংবাদিক, বিধায়ক কেউ প্রবেশ করতে পারবেন না।
  • ভিজিটার্স স্লিপের সময় কমিয়ে ২ ঘণ্টা করা হল। আগে গোটা দিনের জন্য ছিল।
  • ২ ঘণ্টা পর যদি কেউ বিধানসভা থেকে বেরোয়, সে ক্ষেত্রে পুলিশ জেরা করবে।

[আরও পড়ুন: কয়লা কাণ্ডে ‘অ্যাকশন মোডে’ CBI, কলকাতা-সহ ১৩ জায়গায় হানা গোয়েন্দাদের]

  • সদস্যদের গাড়িতে বিধানসভার স্টিকার না থাকলে গাড়ি বিধানসভায় ঢুকবে না।
  • বিধায়কদের গাড়ি বাইরে রাখতে হবে।
  • কোনওরকম আগ্নেয়াস্ত্র নিয়ে বিধানসভার মূল ভবনে ঢোকা যাবে না।
  • লবিতে বিধায়কদের নিরাপত্তাকর্মী ছাড়া বাড়তি পুলিশ থাকবে না।

বিধানসভায় ‘ওয়াচ অ‌্যান্ড ওয়ার্ড’ ও নিরাপত্তাকর্মী, দুটি ক‌্যাটেগরি মিলিয়ে ৪৪টি পদ রয়েছে। কিন্তু এখন দুটি বিভাগ মিলিয়ে ২৫ জন রয়েছে। শূন‌্যতা রয়েছে মহিলা নিরাপত্তাকর্মীদেরও। সূত্রের খবর, সংসদে ফের হানার ঘটনার পর বিধায়কদের নিরাপত্তার কথা ভেবেই শূন‌্যপদে বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়োগের তৎপরতা শুরু হচ্ছে। তবে এক্ষেত্রেও নিয়োগে কলকাতা হাই কোর্ট বাধা হচ্ছে বলে ঘনিষ্ঠমহলে ক্ষোভ স্পিকারের।

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলার পরই কলকাতার NGO কর্মীকে ভিডিও পাঠায় ললিত! ঘনাচ্ছে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement