রূপায়ণ গঙ্গোপাধ্যায়: উত্তেজিত কাশ্মীর থেকে কন্যাকুমারী! ইতিহাস তৈরির সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে নামবে ১১ উইমেন ইন ব্লু। তবে লড়বে প্রত্যেক ভারতীয়! কঠিন মুহূর্তে ভারতীয় দলের প্রত্যেক 'যোদ্ধা'র সঙ্গে সমর্থকদের রক্তেও বাড়বে অ্যাড্রিনালিনের মাত্রা। সেই উন্মাদনাকে হাতিয়ার করতে চাইছে রাজনীতির ময়দানে অনেকাংশে ফিকে হয়ে যাওয়া সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই! মহানগরের একাধিক জায়গায় লাইভ ম্যাচ দেখার ব্যবস্থা করেছে তারা।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের পার্কিং লটে ফাইনাল দেখানোর ব্যবস্থা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠন। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নয়, বড়িষা সরশুনা লোকাল কমিটির তরফে ডিএইচ রোডে শিলপাড়া মোড়েও দেখানো হবে সরাসরি সম্প্রচার। এছাড়াও যাদবপুরের বিক্রমগড়েও বেলা ৩টে থেকে এসএফআইয়ের তরফে ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তবে শুধু আজকের ম্যাচ নয়, আগেও গুরুত্বপূর্ণ খেলা দেখানোর আয়োজন করতে দেখা গিয়েছে তাদের।
এসআইআর নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। শীতের মরশুম চলে এলেও বাংলার রাজনীতির হাওয়া এখন বেশ গরম। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এমন আবহে ক্রিকেটের আবেগকে কাজে লাগিয়ে যুবদের মনে হাওয়া তোলার চেষ্টা করছে এসএফআই। এমনটাই কটাক্ষ বাম বিরোধী রাজনৈতিক মহলের। তাদের দাবি, রাজ্য রাজনীতি ময়দানে 'হোয়াইটওয়াশ' হয়ে গিয়েছে বামেরা। তাদের ছাত্র সংগঠন খেলা দেখানোর আয়োজন করেছে করুক। খেলা দেখতে রীতিমতো ভিড় জমতেও পারে। কিন্তু তাতে এসএফআই বা বামেদের পালে হাওয়া লাগবে না।
