স্টাফ রিপোর্টার: বিএলএ-দের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে মূলত ডাকা হয়েছে কলকাতা-সহ হাওড়া-হুগলি লাগোয়া জেলাগুলির বিএলএ-দের। শুধু বিএলএ নন, নির্দিষ্ট বিধানসভায় বুথে বুথে ঘুরে ভোটের কাজে যুক্ত থাকেন যেসব গুরুত্বপূর্ণ কর্মী, তাঁদেরও ওই মিটিংয়ে থাকতে বলা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যেসব নাম বাদ গিয়েছে, তাঁদের নাম কেন বাদ গেল, বৈধ কারও নাম বাদ গেল কি না, মুখ্যমন্ত্রী সেই ইস্যুতেই যে নিজের বার্তা দেবেন তা একপ্রকার স্পষ্ট। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে তৃণমূলনেত্রী নিজের বাড়িতেই সেই বৈঠকে ডেকেছিলেন ভবানীপুরের বিএলএ এবং নিজের কেন্দ্রের পুর এলাকার কাউন্সিলরদের। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। সেখানেও বৈধ কোনও ভোটারের নাম বাদ গেল কি না তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
এসআইআর (SIR in Bengal) ঘোষণা হতেই বুথ ধরে ধরে ক্যাম্প শুরু করেছিল তৃণমূল। খসড়া তালিকা প্রকাশের পর যত নাম বাদ পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন, তাদের কতটা বৈধ, কতটা অবৈধ, প্রত্যেকের বাড়ি গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সেসব যাচাই করতে বলেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, পাড়ায় পাড়ায় ক্যাম্প করে মানুষের পাশে থাকুন। সবরকম সাহায্যের জন্য প্রস্তুত থাকতে হবে। নথি নিয়ে যাঁদের কোনও সমস্যা হচ্ছে তাঁদের 'মে আই হেল্প ইউ' ক্যাম্পে নিয়ে যান। দরকারে তাঁদের বাড়ি চলে যান। মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে স্পষ্ট বলে দিয়েছেন, বৈধ কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না।
জানতে চেয়েছেন, বুথে বুথে সরকারি বিএলও ও দলের বিএলএ-দের মধ্যে সমন্বয় ছিল কি না। কোথাও তা নিয়ে কোনও ফাঁকি থেকে থাকলে তা কেন ছিল, তা-ও জানতে চান। দায়িত্বপ্রাপ্ত দলের পদাধিকারীরা জানিয়েছেন, কেউ কেউ ফর্ম নিয়ে ভুলবশত তা হয়তো জমা না-ও করে থাকতে পারেন। তখনই বাড়ি বাড়ি গিয়ে তার খুঁটিনাটি তথ্য জানতে বলেছেন মমতা। কোথাও জীবিত কোনও ভোটারকে 'মৃত' দেখানো হচ্ছে কি না তাও খুঁজে দেখতে বলেছেন। বলেছেন বহুতলেও নজর রাখার কথা। এর পরের পর্বে ভোটারদের যাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে, তাঁরাও যাতে কোনও সমস্যায় না পড়েন, তাদের পাশেও থাকতে বলেছেন তৃণমূলনেত্রী। ওয়ার্ডভিত্তিক সেই সংক্রান্ত রিপোর্টও তৈরি করতে বলেছেন মমতা।
