রমেন দাস: খরচ কোটি কোটি! একের পর এক আধিকারিক নিয়োগ। কিন্তু এতকিছুর পরেও ভুলে ভরা খসড়া তালিকা প্রকাশ কমিশনের? এমন প্রশ্নের আবহেই এবার প্রকাশ্যে খোদ সিপিএমের রাজ্য সম্পাদকের পুত্রের নাম! অভিযোগ, সঠিক এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও নতুন তালিকায় নাম ভুল অতীশ আজীজের। তাঁর নামের সঙ্গে জুড়েছে অবস্থি পদবি। এমনকি অতীশের পিতার নামের ক্ষেত্রেও রয়েছে ‘গলদ’, মহম্মদ সেলিমের নামের সঙ্গেও জুড়েছে ওই একই পদবি!
প্রশ্ন উঠছে এখানেই, মহম্মদ সেলিমের মতো পরিচিত রাজনীতিকের পুত্রের নামে যদি ‘ভুল’ করে কমিশন, তাহলে বাকিদের কী হবে? এই ঘটনার পর একই প্রশ্নে সরব হয়েছেন সেলিম-পুত্র অতীশ আজীজ। সংবাদ প্রতিদিন ডিজিটালে তাঁর দাবি, ‘আমি কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার। আমার নাম অতীশ আজীজ। কিন্তু খসড়া তালিকায় নাম খুঁজতে গিয়ে দেখেছি সেই নামের সঙ্গে অবস্থি পদবি জুড়েছে। আমার বাবার নামের ক্ষেত্রেও একই পদবি জুড়েছে।’ আজীজ বলছেন, ‘আমার বাবা বহু দশকের রাজনীতিক। সেক্ষেত্রেই যদি এই ধরনের ভুল হয়, তাহলে কোটি কোটি টাকা খরচ করে এসআইআর করার মানে কী? অন্যদের কী হয়েছে তাহলে!’ সোশ্যাল মিডিয়ায়ও সরব হয়েছেন তিনি। অতীশ লিখেছেন, ‘মিডিয়া, বিজেপি সবাই মিলে কীসব গল্প দিল, যে SIR-এর মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে, এদিকে দেখছি আমাকে ECI ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। তারসাথে সাথে মহঃ সেলিমকেও।’ যদিও এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস মিলেছে।
এই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অতীশ।
তৃণমূল কাউন্সিলরকে ‘মৃত’ বানানো থেকে শুরু করে, খসড়া তালিকা প্রকাশের দিনই একের পর গলদ সামনে এসেছে! মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভে সরব হয়েছেন বিএলওদের একাংশ। এর মধ্যেই তৃণমূল, সিপিএমের বহু নেতা প্রশ্ন তুলেছেন কমিশনের ভূমিকা নিয়ে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্যেও উঠে এসেছে হুঁশিয়ারি! নাম বাদ প্রসঙ্গে, ‘ঝাণ্ডার ডান্ডায় তেল মাখিয়ে রাখা’র নিদান দিয়েছেন তিনি। অন্যদিকে ফের সুর চড়িয়েছেন তৃণমূল নেতারাও।
প্রসঙ্গত, রাজ্যে এসআইআরের পর খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষের বেশির। মৃত, নিখোঁজ, স্থানান্তরিত; বিবিধ কারণে এই নাম বাদ বলে জানিয়েছে কমিশন। দক্ষিণ ২৪ পরগনায় শুধু নাম বাদ হয়েছে ৮ লক্ষের বেশির। যদিও এই তালিকা চূড়ান্ত নয়, এরপর নাম তোলার একাধিক পদ্ধতি রয়েছে, যা এদিন ফের স্পষ্ট করেছে কমিশন। চূড়ান্ত তালিকা আগামী ফেব্রুয়ারিতে প্রকাশ পাওয়ার কথা।
