shono
Advertisement
SIR News

SIR-এর ফর্ম বিলির মাঝেই বিজেপির BLA ও তৃণমূল কর্মীর হাতাহাতি! উত্তপ্ত লেকটাউন

কী বললেন বিএলএ-এর সঙ্গে থাকা বিএলও?
Published By: Tiyasha SarkarPosted: 05:09 PM Nov 06, 2025Updated: 06:53 PM Nov 06, 2025

বিধান নস্কর, দমদম: এসআইআরের ফর্মবিলির মাঝেই বিজেপির বিএলএ ও তৃণমূল কর্মীর হাতাহাতি! উত্তপ্ত হয়ে উঠল লেকটাউনের বিধানপল্লি। বিএলকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন বিএলএ। যদিও এই বিএলএ-এর সঙ্গে থাকা বিএলও এবিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন।

Advertisement

এসআইআর চলছে রাজ্যে। এখন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলওরা। তাঁদের সঙ্গে থাকছেন বিএলএরা (রাজনৈতিক দলের প্রতিনিধি)। বৃহস্পতিবার সকালে লেকটাউন বিধানপল্লিতে যান ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও। সঙ্গে ছিলেন বিএলএ-২ অর্থাৎ বিজেপির বিএলএ। তাঁর দাবি, তিনি যখন বিএলও-এর সঙ্গে কাজ করছিলেন তখন তৃণমূল কর্মীরা জমায়েত করেন। কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। হাত থেকে খাতা টেনে নেন। এক তৃণমূল কর্মী তাঁকে চড়ও মারেন বলে অভিযোগ। এদিকে তৃণমূলের অভিযোগ, বিএলএ-ই চড় মারেন এক কর্মীকে।

বিজেপির BLA ও তৃণমূল কর্মীর আক্রমণ-পালটা আক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দীর্ঘক্ষণ পর শান্ত হয় এলাকা। আক্রান্ত বিএলএ জানিয়েছেন, তিনি থানায় লিখিত অভিযোগ করবেন। এদিকে সঙ্গে থাকা বিএলও'র দাবি, তিনি নিজের কাজে ব্যস্ত ছিলেন। কীভাবে ফর্ম পূরণ করতে হবে তা বোঝাচ্ছিলেন। সেই কারণে তিনি জানেন না ঠিক কী ঘটেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআরের ফর্মবিলির মাঝেই বিজেপির বিএলএ ও তৃণমূল কর্মীর হাতাহাতি! উত্তপ্ত হয়ে উঠল লেকটাউনের বিধানপল্লি।
  • বিএলকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন বিএলএ।
  • যদিও এই বিএলএ-এর সঙ্গে থাকা বিএলও এবিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন।
Advertisement