shono
Advertisement
Sonagachi

জোর করে যৌনপল্লিতে নিয়ে গিয়ে কলেজ ছাত্রের টাকা লুট! গ্রেপ্তার দুই যৌনকর্মী

কাছে নগদ না থাকায় ই ওয়ালেট থেকে টাকা লুট করে ওই দুই যৌনকর্মী, অভিযোগ ছাত্রের।
Published By: Subhajit MandalPosted: 12:00 AM Jun 18, 2025Updated: 12:01 AM Jun 18, 2025

অর্ণব আইচ: কলেজ ছাত্রকে জোর করে যৌনপল্লিতে নিয়ে গিয়ে অনলাইনে টাকা লুট। ৪০ হাজার টাকা লুঠের অভিযোগে উত্তর কলকাতার বড়তলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই মহিলা। পেশায় তারা যৌনকর্মী বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত দুই মহিলার নাম রুবিয়া বিবি ও মনীষা হেলা। সম্প্রতি যতীন্দ্রমোহন অ‌্যাভিনিউ ধরে হাঁটছিলেন ওই কলেজ ছাত্র। অভিযোগ, পেট্রোল পাম্পের কাছে তাঁকে ঘিরে ধরে ওই দুই মহিলা। তারা তাঁকে জোর করে ধরে হাঁটতে শুরু করে। হুমকি দিয়ে তাঁকে বলে, সে যদি পালানোর চেষ্টা করে, তবে তারা চেঁচামেচি শুরু করে তাঁকে পুলিশের হাতে তুলে দেবে। এভাবে তাঁকে সোনাগাছির একটি ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। ঘরের ভিতর তাঁর ছবি তুলে তাঁকে ব্ল‌্যাকমেল করতে শুরু করে তারা।

এর পর তাঁর কাছ থেকে টাকা লুটের চেষ্টা করা হয়। ছাত্রের কাছে বিশেষ নগদ টাকা ছিল না। তারা জোর করে তাঁকে দিয়ে অনলাইনে ই ওয়ালেটের মাধ‌্যমে ছাত্রের অ‌্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা লুট করে। এর পর তাঁকে ধাক্কা দিয়ে বাড়িটি থেকে বের করে দেওয়া হয়। তিনি বড়তলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। ওই অনলাইন লেনদেনের সূত্র ধরেই সোনাগাছি থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলেজ ছাত্রকে জোর করে যৌনপল্লিতে নিয়ে গিয়ে অনলাইনে টাকা লুট।
  • ৪০ হাজার টাকা লুঠের অভিযোগে উত্তর কলকাতার বড়তলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই মহিলা।
  • পেশায় তারা যৌনকর্মী বলে জানা গিয়েছে।
Advertisement