shono
Advertisement
Murshidabad

জঙ্গিপুর ও মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারদের বদলি, জারি নির্দেশিকা

জানা গিয়েছে, এই বদলি রুটিন মাফিক।
Published By: Subhankar PatraPosted: 07:42 PM Apr 25, 2025Updated: 09:20 PM Apr 25, 2025

মলয় কুণ্ডু ও শাহজাদ হোসেন: মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার সুপারদের বদলি করা হল। শুক্রবার এই মর্মে রাজ্য পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। কয়েকদিন আগে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে 'অগ্নিগর্ভ' হয়ে ওঠে নবাবের জেলা। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় যার প্রভাব পড়ে। এবার বদলি করা হল দুই জেলার পুলিশ সুপারদের। তবে জানা গিয়েছে, এই বদলি রুটিন মাফিক।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়, মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব ও জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়-সহ বেশ কয়েকজন আইপিএস অফিসারকে বদলি করা হয়। তালিকায় রয়েছে রানাঘাট পুলিশ জেলার সুপারও। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদবকে কোচবিহার নারায়ণী ব্যাটালিয়নের সিও হিসাবে দায়িত্ব নিতে বলা হয়েছে। কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নের সিও অংশুমান সাহাকে বারাকপুরের সিও, এসএসএফ হিসাবে পাঠানো হয়েছে। জঙ্গিপুরের সুপার আনন্দ রায়কে সালুয়ার তৃতীয় ব্যাটালিয়নের সিও, ইএফআর হিসাবে বদলি করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় সুপার হিসাবে নিয়ে আসা হয়েছে রানাঘাট পুলিশ জেলার সুপার কুমার সান্নিরাজকে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার হচ্ছেন ডিসি, টিপি (দক্ষিণ) অমিতকুমার সাউ। রানাঘাট পুলিশ জেলার সুপার হচ্ছেন আশিস মৌর্য। তিনি এসএস, আইবি পদে ছিলেন।

দিনকয়েক আগে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে 'অগ্নিগর্ভ' হয়ে ওঠে নবাবের জেলা। পরিস্থিতি সামলাতে নামাতে হয় বিএসএফকে। পরে হাই কোর্টের নির্দেশে আধাসেনা নামানো হয়। মুর্শিদাবাদের ঘটনায় বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। এর আগে সুতি ও সামশেরগঞ্জ থানার ওসিদের বদলি করা হয়েছিল। এবার দুই পুলিশ জেলার সুপারদের বদলি করা হল। প্রশ্ন উঠছে, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়াতেই কি এই দুই সুপারকে বদলি করা হল? তবে জানানো হয়েছে, রুটিন মাফিক এই বদলি করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার সুপারদের বদলি করা হল।
  • শুক্রবার এই মর্মে রাজ্য পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।
  • কয়েকদিন আগে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে 'অগ্নিগর্ভ' হয়ে ওঠে নবাবের জেলা। তবে জানা গিয়েছে, এই বদলি রুটিন মাফিক।
Advertisement