shono
Advertisement
Kolkata Metro

রবিবার সকাল সকাল মিলবে মেট্রো, জেনে নিন ছুটির দিনে কখন শুরু হবে পরিষেবা

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রোর সময় পরিবর্তন।
Published By: Sayani SenPosted: 09:40 AM Dec 05, 2025Updated: 09:42 AM Dec 05, 2025

নব্যেন্দু হাজরা: আগামী রবিবার মেট্রোর সময়সূচিতে বদল। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রোর সময় পরিবর্তন। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। এবার জেনে নেওয়া যাক ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের সময়সূচি।

Advertisement

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে রবিবার সাধারণত অন্যান্য দিনের তুলনায় কিছুটা দেরিতে মেট্রো পরিষেবা শুরু হয়। তবে আগামী রবিবার ওই রুটে ডাউন এবং আপ লাইনে ৬৮টি করে মোট ১৩৬টি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৯টার পরিবর্তে ৮টায় শুরু হবে মেট্রো পরিষেবা। আবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সকাল ৯টা ৪ মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা। এই রুটে অবশ্য শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হবে না। রাত সাড়ে ৯টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে। আবা দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৩৩ মিনিটে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৩ মিনিটে।

আবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনেও ওইদিন সকাল থেকে রাত পর্যন্ত আপ এবং ডাউনে ৫৫টি করে মোট ১১০টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে সকাল ৯টায় শুরু হবে পরিষেবা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সকাল ৯টা ২ মিনিটে পাওয়া যাবে প্রথম মেট্রো। অন্যান্য রবিবার দু'টি রুটেই মেট্রো পরিষেবা সকাল ৮টায় শুরু হয়। শেষ মেট্রোর সময়সীমায় কোনও বদল নেই। রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে। আবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৭ মিনিটে। ইয়েলো লাইনে অন্য়ান্য রবিবারের মতো স্বাভাবিক মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তবে পার্পল এবং অরেঞ্জ লাইনে রবিবার মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী রবিবার মেট্রোর সময়সূচিতে বদল।
  • ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রোর সময় পরিবর্তন।
  • পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে।
Advertisement