সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালে শুরু হয়েছিল জাভিয়েস্তা (Xaviesta)। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জেভিয়ার বিজনেস স্কুলের সম্মেলন। কিন্তু অচিরেই তা ধাক্কা খেয়েছিল অতিমারীর প্রকোপে। অবশেষে বাধাবিঘ্ন পেরিয়ে শুক্রবার কলকাতায় শুরু হল সম্মেলনের দ্বিতীয় পর্ব জাভিয়েস্তা ২০২৪ (Xaviesta 2024)। যার পৌরোহিত্য করলেন ডিন ড. সীতাংশু খাটুয়া।
জাভিয়েস্তা প্রদর্শিত দৃঢ়তা শিক্ষাজগতের অন্তর্নিহিত অদম্য চেতনাকেই প্রতিফলিত করে। পড়ুয়াদের পথ আরও প্রশস্ত ও সুন্দর করাই সামগ্রিক ভাবে এই সম্মেলনের লক্ষ্য। প্রসঙ্গত, শুক্র ও শনি এই দুদিন চলবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের (St. Xavier’s university) এই সম্মেলন।
[আরও পড়ুন: সিদ্দারামাইয়ার সামনেই ‘মোদি মোদি’ শব্দব্রহ্ম কর্নাটকে, মুখ্যমন্ত্রীর ‘জ্বালা’ বাড়িয়ে কী বললেন প্রধানমন্ত্রী]
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রেভারেন্ড জন ফেলিক্স রাজ। সম্মেলনের উদ্বোধন করেন প্যাটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়া, যিনি বাংলার শিল্পজগতের এক খ্যাতনামা ব্যক্তিত্ব। তিনি একদা সিআই ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সভাপতির দায়িত্ব সামলেছেন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, অতীতে শিল্পপতি রাহুল বাজাজ, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, এক্সাইডের চেয়ারম্যান এস বি গঙ্গোপাধ্য়ায় বিভিন্ন সময়ে শিল্পপতি বুধিয়ার প্রশংসা করেছেন। তাঁর নিরলস পরিশ্রম, অবিরাম কর্মনিষ্ঠা ও ভদ্রতাবোধই তাঁকে অন্যদের থেকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রসঙ্গত, এক কামরার ভাড়া করা ঘর থেকে পরবর্তী সময়ে রূপকথার উত্তরণ বুধিয়ার। এদিন তাঁর উপস্থিতি আলোকিত করে উদ্বোধনী মঞ্চ।
প্রসঙ্গত, সারা দেশের শীর্ষস্থানীয় বিজনেস স্কুল ও কলেজের প্রতিনিধিরা এই অভিনব পড়ুয়াকেন্দ্রিক সম্মেলনে যোগ দিয়েছেন। সব মিলিয়ে ৩০ ঘণ্টা সময়কাল ধরে চলবে জাভিয়েস্তা। মোট ২৩টি ইভেন্ট আয়োজিত হবে। প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, এটি নিছক কোনও রাজ্যভিত্তিক অনুষ্ঠান নয়। এটি সৃজনশীলতা, অদম্য চেতনার উদযাপন, যা জেভিয়ার বিজনেস স্কুলকে অন্য স্কুলগুলির থেকে পৃথক করে রেখেছে।