shono
Advertisement
Howrah

বেআইনি নির্মাণ রুখতে কড়া হাওড়া পুরসভা, ওয়েবসাইটেই মিলবে অবৈধ ভবনের হদিশ

অনুমোদন না থাকলে সেই তথ্য জেনে পুরসভায় খবর দিতে পারবেন স্থানীয়রা।
Published By: Subhankar PatraPosted: 01:22 PM Jan 14, 2025Updated: 01:22 PM Jan 14, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বাড়ির আশপাশে কোনও বহুতল বেআইনিভাবে নির্মাণ হচ্ছে বা  হয়েছে কি না তা এবার সহজেই জানতে পারবেন হাওড়াবাসী। পুরসভায় স্বচ্ছতা আনতেই  এই পদক্ষেপ। হাওড়া পুরসভার ওয়েবসাইটে গিয়ে ওই বহুতলের হোল্ডিং নম্বর দিয়ে সার্চ করলেই তাঁরা জানতে পারবেন বহুতলটি তৈরির জন্য কিংবা বহুতলের অতিরিক্ত ফ্লোর তৈরির জন্য পুরসভার অনুমোদন মিলেছে কি না। ওই হোল্ডিং নম্বর সার্চ করে যদি বাসিন্দারা দেখতে পান বহুতলটি তিনতলা করার অনুমোদন থাকলেও সেটি ৬ তলা করা হচ্ছে, তা হলে বাসিন্দারা তৎক্ষণাৎ সেই খবর পুরসভায় দিতে পারবেন। প্রয়োজনে পুরসভা গিয়ে তদন্ত করে সেই অতিরিক্ত তল ভেঙে দেবে।

Advertisement

এই ওয়েবসাইটটি আগামী মার্চ মাস থেকেই চালু করবে হাওড়া পুরসভা। সোমবার এই প্রসঙ্গে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান,  এর ফলে একদিকে শহরের বুকে যেমন পুরসভার অনুমোদন ছাড়া বহুতলের বেআইনি অংশ নির্মাণ আটকানো সম্ভব হবে, পাশাপাশি, পুরসভার নজর এড়িয়ে শহরের বুকে কোনও বহুতল বেআইনিভাবে নির্মাণ হচ্ছে কি না, তা সহজেই জানতে পারবে পুরসভা। একই সঙ্গে এদিন তিনি বলেন, "যাঁরা ফ্ল্যাট কিনছেন তাঁরাও জানতে পারবেন তিনি যে বহুতলে ফ্ল্যাট কিনেছেন সেই বহুতলটি বেআইনি কি না। কারণ দেখা যায়, অনেক সময়ই বহুতলের বেআইনি অংশ চিহ্নিত হওয়ার পর পুরসভা যখন সেই বেআইনি অংশ ভাঙে তখন যিনি না জেনে বেআইনি অংশটি কিনে ফেলেছেন, তিনি বিপদে পড়ে যান।"

প্রসঙ্গত, গত কয়েকবছরে হাওড়া শহরে পুরসভার নজর এড়িয়ে প্রচুর বহুতলের বেআইনি তল গজিয়ে উঠেছে। তাই ২০২১-'২২ আর্থিক বছর থেকেই প্রতিবছর কয়েকশো করে বেআইনি বহুতল চিহ্নিত করে সেগুলি ভাঙার কাজ করে পুরসভা। সেই কাজে গতি আনতেই এবার অনুমোদিত বহুতলের ওয়েবসাইট চালু করা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ির আশপাশে কোনও বহুতল বেআইনিভাবে নির্মাণ হচ্ছে বা  হয়েছে কি না তা এবার সহজেই জানতে পারবেন হাওড়াবাসী।
  • পুরসভায় স্বচ্ছতা আনতেই  এই পদক্ষেপ।
  • পুরসভার ওয়েবসাইটে ওই বহুতলের হোল্ডিং নম্বর দিয়ে সার্চ করলেই তাঁরা জানতে পারবেন বহুতলটি তৈরির জন্য কিংবা বহুতলের অতিরিক্ত ফ্লোর তৈরির জন্য পুরসভার অনুমোদন মিলেছে কি না।
Advertisement