shono
Advertisement

Breaking News

ফেসবুকে দুর্গা কার্নিভালের সমালোচনা করে বিপাকে তরুণী

ক্ষুব্ধ এলাকাবাসীর অনেকেই মনে করছেন, যদি কোনও ছাত্রীর মুখ্যমন্ত্রীকে এভাবে এই ভাষায় সমালোচনা করার অধিকার থাকে, তবে পাল্টা সমালোচনার অধিকার আছে অন্যান্য নাগরিকদেরও৷ The post ফেসবুকে দুর্গা কার্নিভালের সমালোচনা করে বিপাকে তরুণী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:14 PM Oct 18, 2016Updated: 05:02 PM Jan 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেড রোডে মুখ্যমন্ত্রীর দুর্গা কার্নিভালের সমালোচনা করে বিপাকে এক তরুণী৷  সোশ্যাল মিডিয়ায় করা তাঁর পোস্ট হোর্ডিং হিসেবে টাঙানো হয়েছে দমদম এলাকায়৷ ঘটনায় অস্বস্তিতে ওই তরুণী৷

Advertisement

জানা যাচ্ছে, দমদমেরই বাসিন্দা ওই তরুণী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী৷ গত শুক্রবার মুখ্যমন্ত্রীর আয়োজিত ‘পুজো শেষের ঠাকুর দেখা’ নিয়ে সে কিছু মতামত জানায় তাঁর ফেসবুক পোস্টে৷ সে আলোচনায় অংশ নেন তাঁর বন্ধুরাও৷ ওই তরুণীর মত ছিল, সারা বাংলায় যখন চাকরি নেই, তখন এরকম একটা কার্নিভাল করা অর্থহীন৷ অভিযোগ, এই সমালোচনা করতে গিয়েই ভাষা ব্যবহারে মুখ্যমন্ত্রীকে একরকম অপমান করেন ওই ছাত্রী৷ এমনকী মুখ্যমন্ত্রীকে জলে বিসর্জন দেওয়া উচিত- এরকম কথাও লেখা ছিল তাঁর পোস্টে৷ পরে তাঁর পোস্টই হোর্ডিংয়ে ছাপিয়ে টাঙিয়ে দেওয়া এলাকায়৷ দমদমের ৮ নং ওয়ার্ডের নাগরিক কমিটির পক্ষ থেকে এই হোর্ডিং টাঙানো হয়েছে৷ জানা যাচ্ছে, ক্ষুব্ধ এলাকাবাসীর অনেকেই মনে করছেন, যদি কোনও ছাত্রীর মুখ্যমন্ত্রীকে এভাবে এই ভাষায় সমালোচনা করার অধিকার থাকে, তবে পাল্টা সমালোচনার অধিকার আছে অন্যান্য নাগরিকদেরও৷

প্রাথমিকভাবে অভিযোগের তির তৃণমূলের দিকে উঠলেও, তা অস্বীকার করা হয়েছে৷ এলাকার তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মিত্র জানিয়েছেন, “এই হোর্ডিং আসলে সিপিএমের প্রোপাগাণ্ডা৷ এই ছাত্রী এসএফআই-এর সক্রিয় সদস্য৷ তবে যতক্ষণ না অধিবাসীরা আমাকে লিখিতভাবে অভিযোগ জানাচ্ছেন, ততক্ষণ আমি এই হোর্ডিং সরাবো না৷ কেননা তাহলে অনেকে ভাবতে পারেন আমিই এই হোর্ডিং টাঙিয়েছি৷”

তবে এলাকার কেউ কেউ ওই তরুণীকে সমর্থনও করেছেন৷ তাঁদের মতে, সুস্থ গণতান্ত্রিক পরিবেশে সকলেরই সরকারের সমালোচনা করার অধিকার আছে৷ তবে এই পরিস্থিতি তৈরি হওয়ায় আপাতত বিব্রত ওই তরুণী৷

The post ফেসবুকে দুর্গা কার্নিভালের সমালোচনা করে বিপাকে তরুণী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement