shono
Advertisement
Jadavpur University

দুমাস ধরে ফিল্টার খারাপ, যাদবপুরে দূষিত জল খেয়ে অসুস্থ পড়ুয়ারা!

কী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 10:36 AM Nov 14, 2024Updated: 10:36 AM Nov 14, 2024

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে ফিল্টার খারাপ। ফলে দূষিত জলই খেতে হয়েছিল। আর এই জল খেয়েই অসুস্থ হয়ে পড়েছে কয়েকজন পড়ুয়া। এমনই অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার হস্টেলে। 

Advertisement

জানা গিয়েছে, দুমাস ধরে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ফিল্টার খারাপ। জলের পরীক্ষা করে ব্যাকটিরিয়ার ক্ষতিকর উপস্থিতি পাওয়া গিয়েছে। সেই জল থেকে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন আবাসিক। বিষয়টি জানালেও কর্তৃপক্ষের হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর বলেন, ‘‘হস্টেলের জল খেয়েই যে অসুস্থ হয়েছেন, তার কোনও প্রমাণ নেই। ফিল্টার নিয়ে অভিযোগ আসার পরই সব রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়মিত পরীক্ষা করারও কথা বলা হয়েছে।’’

বিষয়টি নিয়ে গত ১২ নভেম্বর হস্টেল আবাসিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। সেই আলোচনায় হস্টেলে ড্রাম রাখার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক বুধবার হস্টেলে খাবার জলের ড্রাম রাখা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার মিতালি দেবের বক্তব্য, ‘‘প্রায় চার-পাঁচ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। তা জল ছাড়া বাইরের খাবার খেয়েও হতে পারে। এমন কিছু বড় বিষয় নয়। এখন সব কিছু ঠিক আছে।’’ এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সঞ্জীব প্রামাণিক বলেন, গত দুমাস ধরে কর্তৃপক্ষ জলের মতো এমন অপরিহার্য বিষয়কে অগ্রাহ্য করেছেন। ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কিছু পড়ুয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা গিয়েছে, দুমাস ধরে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ফিল্টার খারাপ।
  • জলের পরীক্ষা করে ব্যাকটিরিয়ার ক্ষতিকর উপস্থিতি পাওয়া গিয়েছে।
  • সেই জল থেকে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন আবাসিক। বিষয়টি জানালেও কর্তৃপক্ষের হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে।
Advertisement