shono
Advertisement
Subhankar Sarkar

পাক সেনার হাতে 'আটক' জওয়ানকে দ্রুত উদ্ধারের দাবি, মমতা-বোসকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

হুগলির বিএসএফ জওয়ানের আটকে পড়ার খবর পেয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভঙ্কর সরকার।
Published By: Sucheta SenguptaPosted: 06:33 PM Apr 26, 2025Updated: 06:48 PM Apr 26, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীর উপত্যকা জুড়ে আতঙ্কের আবহে 'ভুল করে' পাক সীমান্ত পেরিয়ে সে দেশের সেনার হাতে 'আটকে' পড়েছেন বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। বুধবার এই ঘটনার পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। দমবন্ধ টেনশন নিয়ে স্বামীর খবরের পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। রবিবার তিনি পরিবারের ৫ সদস্যকে নিয়ে পাঠানকোটের উদ্দেশে রওনা দেবেন। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও রাজ্যপালকে। আবেদন একটাই, দ্রুত ওই জওয়ানের মুক্তির জন্য কেন্দ্রের সঙ্গে দরবার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

Advertisement

মুখ্যমন্ত্রীকে লেখা প্রদেশ কংগ্রেস সভাপতির চিঠি।

চিঠিতে শুভঙ্কর সরকার লিখেছেন, 'সীমান্ত সুরক্ষায় আমাদের বাংলার সেনা সদা নিয়োজিত। এর মধ্যে হুগলির পূর্ণমকুমার সাউ ভুল করে সীমান্ত পেরিয়ে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়ে রয়েছেন। চিন্তায় তাঁর পরিবারের করুণ অবস্থা আমি দেখে এসেছি। তাই আমার আবেদন, কেন্দ্র সরকারের কাছে রাজ্য এবিষয়ে দ্রুত, যথাযথ পদক্ষেপ করতে। মানবিকতার স্বার্থেই বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলুন মুখ্যসচিব। আমি মনে করি, আপনাদের এই উদ্যোগ কেন্দ্রের উপর চাপ তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করছি, আমাদের বীর বঙ্গসন্তানের পরিবারের নিরাপত্তা এবং পাকিস্তানের হাত থেকে নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি রাজ্য সরকার মানবিকতার দৃষ্টিতে দেখে পদক্ষেপ নেবে।'

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি শুভঙ্কর সরকারের।

গত বুধবার থেকে নিখোঁজ হুগলির বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার হুগলির রিষড়ায় তাঁর বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। শনিবার জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ জানান, স্বামীর খোঁজে তাঁরা পাঠানকোট যাচ্ছেন, সেখানেই পোস্টিং পূর্ণমকুমারের। এরপরই জওয়ানকে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবকে জানালেন শুভঙ্কর সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হুগলির বিএসএফ জওয়ানকে নিরাপদে ফেরানোর আবেদন জানিয়ে চিঠি শুভঙ্কর সরকারের।
  • চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, রাজ্যপালকে।
Advertisement