সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। তারই মাঝে বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ছাত্রমৃত্যুতে ধৃত কাশ্মীরি পড়ুয়াকে ওবিসি সার্টিফিকেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভরতি করানো হয়েছে বলেই অভিযোগ তাঁর। এই ইস্যুতে শাসকদল তৃণমূলকেই দুষেছেন তিনি। অবশ্য শুভেন্দুকে পালটা জবাব দিয়েছে ঘাসফুল শিবির।
গত ৯ আগস্ট রাতে মৃত্যু হয় যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার। এই ঘটনায় এখনও পর্যন্ত চার প্রাক্তনী এবং পাঁচজন বর্তমান পড়ুয়া-সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে এক কাশ্মীরি পড়ুয়াও। এই ইস্যুতেই শুভেন্দু বলেন, “যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনায় কাশ্মীরের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছেলেটিকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিল কে? কীভাবে ওই ছাত্র OBC A সার্টিফিকেট পেল? সে এই সার্টিফিকেট পাওয়ার আওতাধীন নয়। একাধিক রাজ্যের যোগ প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘটনা সিবিআই ও এনআইএ তদন্তের জন্য উপযুক্ত। যখন কোনও ঘটনায় একাধিক জেলার যোগ থাকে, তখন তদন্ত রাজ্য পুলিশ করে। একইভাবে যখন একাধিক রাজ্য বা দেশের নাম উঠে আসে, তখন তার তদন্ত সিবিআই বা এনআইএ’র করা প্রয়োজন।”
[আরও পড়ুন: গণধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত আদৌ সম্ভব? মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাই কোর্টের]
শুভেন্দুর এই দাবি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। তবে তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে মাথা ঘামাতে নারাজ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাজ্যের বিরোধী দলনেতাকে ‘পাগল’ বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, “অনেক সময় কোনও ছাত্রের প্রয়োজনীয় সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ইউনিয়ন, প্রশাসনের ভূমিকাও থাকে। যাদবপুরের ঘটনায় পুলিশ, গোয়েন্দারা তদন্ত করছে। এনআইএ কী করবে?” এদিকে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা শুভেন্দুর। ABVP-র ধরনায় অংশ নেওয়ার কথা তাঁর।