কৃষ্ণকুমার দাস: কেউ বিভিন্ন অভিযোগে বিদ্ধ। কেউ সংগঠনের পদে থেকেও সক্রিয় নয়। লোকসভার আগে এই ধরনের একাধিক ব্লক সভাপতিকে ছেঁটে ফেলল তৃণমূল।
লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে রাজ্যের সমস্ত সংসদীয় এলাকায় ব্লক সভাপতি পর্যায়ের সংগঠনকে শক্ত ভিতের উপর ঢেলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্মতিক্রমে বুধবারই বিভিন্ন সাংগঠনিক জেলার বেশ কয়েকটি সংসদীয় ক্ষেত্রের ব্লক সভাপতি ঘোষণা করেছে দল।
[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]
নবীন ও প্রবীণ সমন্বয়ে এই তালিকা প্রকাশের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতির কর্মসূচিতে নেমে পড়ার নির্দেশ দিয়েছে রাজ্য তৃণমূল (TMC) নেতৃত্ব। এদিন যে সমস্ত সাংগঠনিক জেলার ব্লক সভাপতি ঘোষণা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল–কোচবিহার, উত্তর দিনাজপুর, আরামবাগ, আলিপুরদুয়ার, বীরভূম, বাঁকুড়া, বিষ্ণুপুর, বহরমপুর, তমলুক, কাঁথি, রানাঘাট, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, মালদহ, ঝাড়গ্রাম, জঙ্গিপুর, জলপাইগুড়ি, হাওড়া গ্রামীণ ও শহরতলি, হুগলি-শ্রীরামপুর, ঘাটাল, দক্ষিণ দিনাজপুর।
[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]
স্থানীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে কথা বলার পাশাপাশি জেলাভিত্তিক তথ্য সংগ্রহ করেই দলীয় শীর্ষ নেতৃত্ব নতুন ব্লক সভাপতিদের তালিকা ঘোষণা করেছে। তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে, বেশ কয়েকটি সাংগঠনিক জেলায় নানা অভিযোগে অভিযুক্ত এবং দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয়দের এবারে বাদ দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্ব মেনে নিচ্ছে, নবীন এবং প্রবীণ দুই শিবিরের মধ্যে সমন্বয় রেখেই এই তালিকা তৈরি করা হয়েছে।
