shono
Advertisement
Mamata Banerjee London tour

চিঠির ইংরেজিই বোঝেনি ওরা! মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে রাম-বামের কুৎসা ফাঁস তৃণমূলের

২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ডের কেলগ কলেজের তরফে বিশ্ববিদ‌্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণের চিঠি এসেছিল।
Published By: Paramita PaulPosted: 11:26 PM Mar 17, 2025Updated: 12:26 AM Mar 18, 2025

স্টাফ রিপোর্টার: বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের আমন্ত্রণে বাংলার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের বক্তৃতা দিতে যাওয়া নিয়ে বাম ও বিজেপির মিথ‌্যাচার-কুৎসা ফাঁস করে দিল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, সিপিএমের মুখপত্র গণশক্তি পত্রিকায় মুখ‌্যমন্ত্রীর অক্সফোর্ড যাওয়া নিয়ে যে সম্পূর্ণ ভুল ও অবৈজ্ঞানিক তথ‌্য পরিবেশিত হয়েছে তাও সোমবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Advertisement

নবান্ন সূত্রে এদিনই জানা গিয়েছে, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ডের কেলগ কলেজের তরফে বিশ্ববিদ‌্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বক্তব‌্য রাখার জন্য আমন্ত্রণের চিঠি এসেছিল। কিন্তু সামনে বিধানসভা নির্বাচন এবং রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকার জন্য মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করা যায়নি। এবার বাংলায় নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের নানা দিশা তুলে ধরতে মাত্র পাঁচদিনের জন্য লন্ডনে ঝটিকা সফরে যাচ্ছেন তিনি। কেন্দ্রীয় সরকারও তাঁর সফরের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে। কিন্তু এর মধ্যে বাম ও বিজেপি ভুয়ো তথ্য তুলে ধরা কুৎসা  শুরু করলে তার কড়া জবাব দিয়েছে তৃণমূল। দলের তরফে তৃণমূল কংগ্রেসের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, "অক্সফোর্ডের আমন্ত্রণে মুখ‌্যমন্ত্রীর বক্তব‌্য রাখতে যাওয়া এবং বাংলার উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরার বিষয়টি সমস্ত রাজ‌্যবাসীর কাছে অত‌্যন্ত গর্বের। বাম ও বিজেপি রাজ্যের এই গর্বের বিষয়টি মানতে পারছে না, ঈর্ষা-হিংসায় জ্বলে মরছে। লজ্জার কথা হল, জনৈক বিশ্বনাথ গোস্বামীর আরটিআই বলে যে তথ‌্য গণশক্তি তুলে ধরেছে তা পুরোপুরি হাস‌্যকর।’’

সিপিএমের মুখপত্র গণশক্তি পত্রিকায় এদিন জনৈক বিশ্বনাথ গোস্বামীর ই-মেলের উত্তর উল্লেখ করে দাবি করা হয়েছে, মুখ‌্যমন্ত্রীকে নাকি অক্সফোর্ড থেকে আমন্ত্রণই জানানো হয়নি। সিপিএমের সুরে একইভাবে মুখ‌্যমন্ত্রীর অক্সফোর্ড যাওয়া নিয়ে কুৎসা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দুই বিরোধী দলের একইভাবে মুখ‌্যমন্ত্রীর সফর নিয়ে আক্রমণ করা নিয়ে কড়া জবাব দিয়ে তৃণমূলের তরফে কুণালের মন্তব‌্য, ‘‘যাহা বিজেপি, তাহাই সিপিএম। আজ যে সিপিএম, কাল সে বিজেপি। মুদ্রার এপিঠ আর ওপিঠ।" এর পরই বামেদের কুৎসার বিরুদ্ধে দুটি মারাত্মক প্রশ্ন রেখেছেন কুণাল। তাঁর কথায়, "আমাদের দুটি প্রশ্নের প্রথমটি হল, কবে থেকে আরটিআইয়ের অধীনে এল গ্রেট ব্রিটেন? কারণ, অক্সফোর্ড তো ইংল‌্যান্ড অর্থাৎ গ্রেট ব্রিটেনের অধীনে। দেশের প্রায় সবাই জানেন, আরটিআই শুধুমাত্র ভারতের নিজস্ব আইন এবং তথ্যের অধিকার বলে এই দেশেই জানা সম্ভব। তাহলে কীভাবে বিশ্বনাথ গোস্বামী গ্রেট ব্রিটেনের তথ‌্য পেলেন? দ্বিতীয় প্রশ্ন, গণশক্তিতে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যর অফিস থেকে পাঠানো চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, ‘তাঁদের কাছে যেহেতু সব বিভাগের আলাদা আলাদা তথ‌্য একত্রিতভাবে (কেন্দ্রীয়ভাবে) নেই, তাই কোন বিভাগের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে সেটা তাঁরা এই মুহূর্তে জানাতে পারছেন না।’ এর মানে কি আদৌ দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ‌্যায়কে ওই বিশ্ববিদ‌্যালয়ের কোনও কলেজ বা প্রতিষ্ঠান আমন্ত্রণ জানায়নি?" এমনই দুই প্রশ্ন ছুড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণালের তীব্র কটাক্ষ, ‘‘মনে হচ্ছে বাম জমানায় যখন প্রাথমিক স্তরে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল সেই সময় পড়াশোনা করা সিপিএম নেতাদের কেউ কেউ অক্সফোর্ডের উপাচার্যর চিঠির ইংরেজি বুঝতে না পেরে এমন মিথ‌্যাচার শুরু করেছেন।’’

আসলে অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের কেলগ কলেজের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে প্রো-ভাইস চ‌্যান্সেলরের চিঠিটি সিপিএম নেতারা বুঝতে পারেননি বলেই পালটা আক্রমণ করেছে তৃণমূল। অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ে বাংলায় নারীর ক্ষমতায়ন ও সাফল‌্য নিয়ে আগামী ২৭ মার্চ বক্তব‌্য রাখার কথা মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের। ২২ মার্চ কলকাতা থেকে রওনা হয়ে লন্ডন যাবেন মুখ‌্যমন্ত্রী। অক্সফোর্ডে বক্তৃতা ছাড়াও তাঁর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বক্তৃতার পর দিন ২৮ মার্চই তাঁর কলকাতা ফেরার জন‌্য রওনা হওয়ার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের আমন্ত্রণে বাংলার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের বক্তৃতা দিতে যাওয়া নিয়ে বাম ও বিজেপির মিথ‌্যাচার-কুৎসা ফাঁস করে দিল তৃণমূল কংগ্রেস।
  • সিপিএমের মুখপত্র গণশক্তি পত্রিকায় মুখ‌্যমন্ত্রীর অক্সফোর্ড যাওয়া নিয়ে যে সম্পূর্ণ ভুল ও অবৈজ্ঞানিক তথ‌্য পরিবেশিত হয়েছে তাও সোমবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
  • ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ডের কেলগ কলেজের তরফে বিশ্ববিদ‌্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বক্তব‌্য রাখার জন্য আমন্ত্রণের চিঠি এসেছিল।
Advertisement