shono
Advertisement
Abhishek Banerjee

২০ হাজার স্কোয়ার ফিটের রঙ্গোলিতে শুভেচ্ছা! অভিষেকের জন্মদিনে বিশ্বরেকর্ডের পথে যুব তৃণমূল

প্রতিবছরই TMCP কর্মীরা নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিষেকের জন্মদিন উদযাপন করেন।
Published By: Tiyasha SarkarPosted: 01:59 PM Nov 07, 2025Updated: 02:34 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ২০ হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি তৈরি করলেন যুব তৃণমূলের কর্মীরা। বিরাট এই রঙ্গোলি বিশ্বরেকর্ড গড়ার পথে। 

Advertisement

তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন নিয়ে বরাবরই তৃণমূল কর্মীদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। প্রতিবার বিকেলে পথে নেমে কর্মী-সমর্থকদের  শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। এবছর তার জন্মদিনে বিশেষ আয়োজনে  যুব তৃণমূল। জানা গিয়েছে, ২০ হাজার স্কোয়ার ফিটের একটি থ্রিডি রঙ্গোলির মাধ্যমে অভিষেককে শুভেচ্ছা জানানো হয়েছে। এতদিন পর্যন্ত দেশের সব থেকে বড় রঙ্গোলি ছিল ১৮ হাজার স্কোয়ার ফিটের। যা তৈরি হয়েছিল মধ্যপ্রদেশে। সেটি স্থান করে নিয়েছিল গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। সেটিকে ছাপিয়ে গেল ২০ হাজার স্কোয়ার ফিটের এই রঙ্গোলি। 

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই রঙ্গোলির তথ্য পাঠানো হয়েছে লিমকা বুক অব রেকর্ডস ও  গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। স্বীকৃতির অপেক্ষায় যুব তৃণমূল। প্রসঙ্গত, প্রতিবছরই কলকাতার পাশাপাশি শহর-শহরতলি ও রাজ্যের বিভিন্ন জেলায় দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের ছাত্র-যুব ছাড়াও বিভিন্ন শাখা সংগঠন ‘প্রিয় অভিষেকদা’র জন্মদিন (Abhishek Banerjee Birthday) সেলিব্রেট করে। কোথাও বিশেষ পুজোর আয়োজন করা হয়। কোথাও কেক কাটা হয়। দূরদূরান্ত থেকে বহু অনুরাগী তাঁর সঙ্গে দেখা করতে কলকাতায় হাজির হন। এবার তার অন্যথা হচ্ছে না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।
  • তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ২০ হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি তৈরি করলেন যুব তৃণমূলের কর্মীরা।
  • বিরাট এই রঙ্গোলি বিশ্বরেকর্ড গড়ার পথে। 
Advertisement