shono
Advertisement
Kolkata Police Half Marathon

রবিবার কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে যান নিয়ন্ত্রণ, জেনে নিন কোন পথে চলবে গাড়ি

জেনে নিন কোন কোন রাস্তায় করা যাবে না পার্কিং।
Published By: Sayani SenPosted: 04:46 PM Jan 15, 2026Updated: 04:46 PM Jan 15, 2026

অর্ণব আইচ: আগামী রবিবার কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। তার জেরে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কোনও পরিকল্পনার আগে অবশ্যই জেনে নিন কোন রাস্তা বন্ধ আর কোনটি খোলা।

Advertisement

যেকোনও ধরনের পণ্যবাহী গাড়ি ভোর চারটে থেকে বেলা ১২টা পর্যন্ত যে যে রাস্তায় বন্ধ থাকবে:

  • আর আর অ্যাভিনিউ
  • এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার)
  • খিদিরপুর রোড
  • এসপ্ল্যানেড
  • জওহরলাল নেহরু রোড
  • ডাফরিন রোড
  • মেয়ো রোড

রবিবার ভোর চারটে থেকে বেলা ১২টা পর্যন্ত যে রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হতে পারে:

  • খিদিরপুর রোড
  • ক্যাসুরিনা অ্যাভিনিউ
  • লাভার্স লেন
  • কুইনস ওয়ে
  • হসপিটাল রোড
  • আর আর অ্যাভিনিউ
  • এজেসি ফ্লাইওভার
  • মা ফ্লাইওভার
  • এসপ্ল্যানেড
  • ঘোড়া পাস
  • মেয়ো রোড
  • শেক্সপিয়র সরণি
  • সার্কাস অ্যাভিনিউ
  • জওহরলাল নেহরু রোড
  • আউট্রাম রোড

* শনিবার রাত ১০টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ রেড রোড।
* রেড রোডের দক্ষিণমুখী গাড়ি কিংসওয়ে-স্ট্র্যান্ড রোড।
* মা ফ্লাইওভার থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংমুখী গাড়িগুলিকে সোহরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর রেলব্রিজ, পার্স সার্কাস কানেক্টার হয়ে যাবে।
* এজেসি বোস রোডের পূর্বমুখী গাড়িগুলিকে এজেসি রোড এবং ডিএল খান রোড ক্রসিং ভায়া ডিএল খান রোড-এস এন পণ্ডিত ক্রসিং-হরিশ মুখার্জী/এটিএম রোড এবং উত্তরমুখী গাড়িগুলি বেলভাডিয়ার রোড থেকে এজেসি বোস রোড ধরে যেতে হবে।
* দক্ষিণমুখী গাড়িগুলি ওল্ড কোর্ট হাউস স্ট্রিট থেকে এসপ্ল্যানেড ইস্ট ক্রসিং হয়ে যেতে হবে।* এসপ্ল্যানেডে রাস্তা বন্ধ থাকবে। হেস্টিংস ক্রসিং ভায়া সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-কিংসওয়ে ধরে যেতে হবে।

ভোর সাড়ে চারটে থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত পার্কিংয়ে নিষেধাজ্ঞা:

  • খিদিরপুর রোড
  • হসপিটাল রোড
  • আর আর অ্যাভিনিউ
  • জওহরলাল নেহরু রোড থেকে শেক্সপিয়ার সরণি ক্রসিং
  • ক্যাসুরিনা অ্যাভিনিউ
  • লাভার্স লেন
  • কুইনস ওয়ে
  • আউট্রাম রোড
  • শেক্সপিয়র সরণি
  • সার্কাস অ্যাভিনিউ
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement