অর্ণব আইচ: অবশেষে মিলল অনুমতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশের অনুমোদন দিলেন রাজ্যপাল। ফলে নিয়োগ দুর্নীতির তদন্ত আরও একধাপ এগোল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সিবিআইয়ের তরফে চার্জশিট পাঠানো হয় রাজ্যপালের কাছে। তাতেই অনুমোদন দিল রাজ্যপাল। শনিবার সেই চার্জশিট গ্রহণ করেছে আদালতও। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় পার্থ সেন এবং কৌশিক মাঝির বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয় ২০২৪ সালের ১২ জানুয়ারি। পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় এবং অয়ন শীলের বিরুদ্ধে ২৭ ডিসেম্বর সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয়। এদিন তৃতীয় সাপ্লিমেন্টরি চার্জশিট দেওয়া হয়েছে। তবে রাজ্যপালের অনুমোদন না পেলে আদালত চার্জশিট গ্রহণ করতে পারে না। এদিন সেই অনুমোদন মিলেছে। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চার্জগঠন শুরু করতেই পারে আদালত।
দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেনও হয়েছেন তিনি। এক হাজারের বেশি চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি সিবিআইয়ের। গত ১ অক্টোবর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। তাতে নাম রয়েছে অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়েরও।