shono
Advertisement
WB Govt state budge

মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ১২ ফেব্রুয়ারি, বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা? নজর আর কোন দিকে?

১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
Published By: Paramita PaulPosted: 02:08 PM Jan 28, 2025Updated: 03:41 PM Jan 28, 2025

নব্যেন্দু হাজরা: ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২০২৬ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে এটিই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ, আগামী বছর ভোট থাকায় 'ভোট অন অ্যাকাউন্ট' পেশ করতে হবে সরকারকে।

Advertisement

১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে। সেদিকে নজর রয়েছে আমজনতার। তারপরই পেশ হবে রাজ্য বাজেট।

গত বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছিল সরকার। ৫০০ টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা করা হয় ১ হাজার টাকা। আর যাঁরা ১ হাজার টাকা ভাতা পেতেন, তাঁরা ১ হাজার ২০০ টাকা ভাতা পাবেন বলে ঘোষণা হয়। রাজ্য প্রশাসনের একাংশের ধারণা, বিধানসভা ভোটের আগে এ বারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্নসূত্রে খবর, বাজেটের আগে ফের একদফা বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা। সম্ভবত ৪ ফেব্রুয়ারির সেই বেঠক হতে পারে। বাজেটে যাওয়ার আগে বিভিন্ন বিষয় নিয়ে একপ্রস্থ আলোচনা হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন।
  • ১২ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট।
  • ২০২৬ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
Advertisement