shono
Advertisement
WBP constable

কনস্টেবলের বিরুদ্ধেই বউ পেটানোর অভিযোগ! বাধা দিতেই পুলিশকেও মার গলফগ্রিনে

গ্রেপ্তার কনস্টেবল।
Published By: Paramita PaulPosted: 09:27 PM Nov 02, 2024Updated: 09:30 PM Nov 02, 2024

নিরুফা খাতুন: খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধেই গার্হস্থ্য হিংসার অভিযোগ। বউকে মারধরের অভিযোগ উঠেছে রাজ্য় পুলিশের এক কর্মীর বিরুদ্ধে। খবর পেয়ে কলকাতা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছতেই অভিযুক্ত তাঁদের উপরও চড়াও হয়ে বলে দাবি। এই ঘটনায় গলফগ্রিন থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে তাকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গলফগ্রিন থানার পুলিশ খবর পায় এলাকার একটি বাড়িতে মহিলাকের মারধর করা হচ্ছে। নির্যাতিতাই পুলিশকে ফোন করেছিলেন। ফোন পেতেই ছুটে যায় পুলিশ। যাওয়া মাত্র তাদের উপরও চড়াও হয় অভিযুক্ত সুমন সিনহা। মারধর করা হয় বলে দাবি। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক রাজ্য পুলিশে কর্মরত। কনস্টেবল।

এই ঘটনায় মহিলার অভিযোগের ভিত্তিতে গলফগ্রিন থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি পুলিশকে হেনস্তার অভিযোগেও আলাদা মামলা দায়ের হয়েছে। দুই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। আমজনতার প্রশ্ন, যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব, আইনরক্ষার দায়িত্ব, সেই পুলিশ কর্মীই নাকি স্ত্রীকে মারধর করছে! অন্য পুলিশ কর্মীদের উপর চড়াও হচ্ছে! তাহলে কি পুলিশ কর্মীদের উপর বিশ্বাস রাখা যায়? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধেই গার্হস্থ্য হিংসার অভিযোগ।
  • বউকে মারধরের অভিযোগ উঠেছে রাজ্য় পুলিশের এক কর্মীর বিরুদ্ধে।
  • খবর পেয়ে কলকাতা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছতেই অভিযুক্ত তাঁদের উপরও চড়াও হয়ে বলে দাবি।
Advertisement