সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে আন্তর্জাতিক স্বীকৃতি। প্যারিসে আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশনের তরফে রাজ্যের ডেয়ারি সংস্থাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হল।
সুন্দরবন এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী সম্মিলিতভাবে 'সুন্দরীনি' নামের একটি দুগ্ধ সমবায় তৈরি করে। অল্প পরিসরে পথচলা শুরু করে সেই দুগ্ধ সমবায় ক্রমে মহীরুহে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার প্রায় সাড়ে ৪ হাজার মহিলা এই সুন্দরীনির সঙ্গে যুক্ত। প্রতিদিন প্রায় ২০ হাজার লিটার দুধ উৎপাদন করে 'সুন্দরীনি' নামের এই দুগ্ধ সমবায় সংস্থা। একই সঙ্গে উৎপন্ন হয় প্রায় ২৫০ কেজি দুগ্ধজাত পণ্য। শুধু ২০২৩-২৪ অর্থবর্ষে 'সুন্দরীনি'র আয় ছিল ৪ কোটি টাকা।
সুন্দরবনের এই দুগ্ধ সমবায়কে আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশনের 'ডেয়ারি ইনোভেশন' সম্মানে সম্মানিত করা হয়েছে। শুক্রবার প্যারিসে ওই সংস্থার বার্ষিক অনুষ্ঠানে বাংলার ডেয়ারিকে সম্মানিত করেছে। গোটা বিশ্বের মোট ১৫৩টি ডেয়ারি সংস্থা ওই সম্মানের জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলার সুন্দরীনি। স্বাভাবিকভাবেই রাজ্যের সমবায় সংস্থার সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।
সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, "সুন্দরবনের মহিলাদের সাফল্যে আমরা উচ্ছ্বসিত। আমি সুন্দরীনি দুগ্ধ সমবায়ের সঙ্গে যুক্ত মহিলাদের এবং আধিকারিকদের শুভেচ্ছা জানাতে চাই।" রাজ্যে সরকার দীর্ঘদিন ধরেই মহিলাদের কর্মসংস্থানে উৎসাহ দিচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যের সমবায়ের এই সাফল্যকে নিজেদের সাফল্য হিসাবেই মনে করছে রাজ্য।