অর্ণব আইচ: লোহার বাক্সে লুকনো রয়েছে বোমা বা বিস্ফোরক? এবার লুকনো জায়গা থেকেই বোমা বা বিস্ফোরক খুঁজে বের করবে ‘এক্স রে আই’। এমনই যন্ত্র নিয়ে আসছে লালবাজার। গোয়েন্দা বিভাগের বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ঢেলে সাজাচ্ছে কলকাতা পুলিশ। অতি সহজে যাতে বিস্ফোরকের সন্ধান মেলে ও গোয়েন্দা আধিকারিকরা যাতে অতিরিক্ত সুরক্ষার সঙ্গে কাজ করতে পারেন, সেই ব্যবস্থা করছে লালবাজার। এর জন্য কলকাতা পুলিশ প্রায় এক কোটি টাকা খরচ করছে।
পুলিশ জানিয়েছে, বোমা খোঁজার এই এক্স-রে যন্ত্রটির ওজন পাঁচ কিলোরও কম। কোনও সন্দেহজনক বাক্স বা বস্তুর মধ্যে কোনও বিস্ফোরক রয়েছে কি না, তা জানার জন্য ওই পোর্টেবল যন্ত্রটি নিয়ে যাওয়া হবে তার সামনে। ৬৫ মিলিমিটার ইস্পাত বা লোহার কোনও আবরণও সহজে ভেদ করতে পারবে ওই এক্স-রে চোখের দৃষ্টি। এমনকী, কোনও ঝুঁকি যাতে না থাকে, তার জন্য প্রয়োজনে রোবট পরিচালনা করবে ওই যন্ত্রটি। দূর থেকে রিমোটের মাধ্যমে পরিচালনা করা যাবে যন্ত্রটিকে। গোয়েন্দা আধিকারিকদের নজর থাকবে অনেক দূরে মনিটরে। কোনও বোমা বা বিস্ফোরকের সন্ধান পেলে সেই দৃশ্য ভেসে উঠবে মনিটরে।
কলকাতা পুলিশ নিয়ে আসছে পাঁচটি 'বম্ব সাপ্রেশন ব্ল্যাঙ্কেট'। উদ্ধারকাজের সময় এই 'কম্বল'গুলি বিস্ফোরক বা বোমার উপর চাপা দেওয়ার পর তা ফেটে গেলেও কোনও ক্ষতি হবে না। সেই বিস্ফোরণের 'শক' গ্রহণ করবে সেই 'কম্বল'। এই ‘ব্ল্যাঙ্কেট’বা ‘কম্বল’-এ এমন কয়েকটি স্তর ও ‘রিং’থাকবে, যাতে কোনও বিস্ফোরণ ঘটলেও আশপাশে কেউ থাকলে তাঁর কোনও ক্ষতি না হয়। এমনকী, দু’কিলো টিএনটি-র মতো মারাত্মক বিস্ফোরক ফাটলেও যাতে এই ‘বম্ব সাপ্রেশন ব্ল্যাঙ্কেট’-এর উপর দিয়ে যায়, সেরকমই ব্যবস্থা করা হচ্ছে।
গোয়েন্দা আধিকারিকরা নিজেরা বিস্ফোরকের সন্ধান চালানোর সময় যাতে তাঁদের কোনও ক্ষতি না হয়, তার জন্য দু’টি আধুনিক ‘সার্চ স্যুট ’নিয়ে আসছে লালবাজার। এই স্যুটের সঙ্গে থাকছে হেলমেট। ১৭ কিলো ওজনের এই ‘পোশাক’-এর বাইরেই স্তর তাপ নিরোধক। ভিতরের স্তর বিস্ফোরক ও বিস্ফোরণের ফলে টুকরো, শক, তাপ বাধা দিতে সক্ষম। একইভাবে হেলমেটও মাথা ও ঘাড়ের সুরক্ষার ব্যবস্থা করবে। নিম্নাঙ্গের সুরক্ষায় থাকছে বিশেষ ইওডি প্লেট। পুলিশের সূত্র জানিয়েছে, বিস্ফোরক থেকে এমন বাষ্প নির্গত হয়, যা ‘এক্সপ্লোসিভ ভেপার ডিটেক্টর’ বা ইভিডি নামে যন্ত্রটির পক্ষে নির্ধারণ করা সম্ভব। ওই বাষ্পের মাধ্যমেই যন্ত্রটি বিস্ফোরকের সন্ধান চালায়। এই ধরনের যন্ত্র দু’টি নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।