shono
Advertisement

কলকাতায় হিট অ্যান্ড রান! বেনিয়াপুকুরে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ফুটপাতবাসীর

দুধের গাড়ির চাকায় পিষে প্রাণ গেল তাঁর।
Posted: 10:35 AM Aug 27, 2023Updated: 10:53 AM Aug 27, 2023

নিরুফা খাতুন: কলকাতায় হিট অ্যান্ড রান! বেনিয়াপুকুরের সার্কাস অ্যাভিনিউতে ফুটপাতবাসীকে পিষে দিল দুধের গাড়ি। ঘুমন্ত অবস্থায় প্রাণ যায় তাঁর। দুধের গাড়ির চালককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

Advertisement

রবিবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ সার্কাস অ্যাভিনিউয়ের কাছে একটি দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়িটি গিয়ে সোজা ফুটপাতে উঠে পড়ে। সেখানেই ঘুমোচ্ছিলেন এক ব্যক্তি। গাড়িটি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

[আরও পড়ুন: ছাত্রমৃত্যু থেকে শিক্ষা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে প্রাক্তন সেনাকর্মীরা!]

ধাক্কা দেওয়ার পর দুধের গাড়িটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। দুধের গাড়িটি কোনদিকে চলে যায়, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনাস্থল লাগোয়া এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুধের গাড়ির চালককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা গাড়ির মালিককেও তলব করেছে পুলিশ।

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘সেনা পোশাক’ বিতর্কে পুলিশের জালে সংস্থার প্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement