shono
Advertisement

রুপোলি হচ্ছে সতীপীঠ, ২৫০ কেজি রুপোয় ঢাকছে কালীঘাট

শুরু হয়েছে মন্দিরের সৌন্দর্যায়নের কাজ। The post রুপোলি হচ্ছে সতীপীঠ, ২৫০ কেজি রুপোয় ঢাকছে কালীঘাট appeared first on Sangbad Pratidin.
Posted: 03:52 PM Apr 27, 2018Updated: 08:04 AM Jun 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুপোলি হচ্ছে সতীপীঠ৷ ২৫০ কোজি রুপো দিয়ে এবার সাজানো হবে কালীঘাট মন্দির৷

Advertisement

মন্দির কমিটির তরফে জানা গিয়েছে, খুব শীঘ্রই ২৫০ কোটি রূপা দিয়ে মুড়ে ফেলা হবে মন্দির৷ ঠিক হয়েছে, মন্দিরের চূড়া ও দেবীর উপর তৈরি হবে বৃহৎ আকারের ছাতা৷ গোটা মন্দির চত্বর সৌন্দর্যায়নে ব্যবহৃত এই ২৫০ কেজি রুপো৷ রাজস্থান থেকে আসা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীদের দিয়ে করানো হচ্ছে মন্দিরের সৌন্দর্যায়নের কাজ৷ শিল্পীদের নিপুণ হাতের জাদুতে রুপোলি আভায় নতুন করে ঝলমলিয়ে উঠবে প্রায় দু’শো বছরের পুরনো এই সতীপীঠ৷

মন্দির সংস্কারের কাজ চলাকালীন প্রতিদিন মধ্যরাত থেকে বন্ধ থাকবে কালী দর্শন৷ মধ্যরাত থেকে ভোর চারটে পর্যন্ত চলবে সংস্কারের কাজ৷ ফলে, এই সময় বন্ধ রাখা রাখা মন্দিরের দরজা৷ ভোরে মঙ্গল আরতি থেকে শুরু হবে পুজোপাঠ৷ তখনই সাধারণের জন্য খুলে দেওয়া হবে প্রবেশ পথ৷ প্রতিদিন গড়ে চার ঘণ্টা করে কাজের সুযোগ পাবেন শিল্পীরা৷ মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে চার ঘণ্টা করে কাজের সুযোগ পাওয়ার কারণে গোটা মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তুলতে সময় লেগে যেতে পারে প্রায় আড়াই বছর৷ জানা গিয়েছে, কালীঘাটের দেবী মূর্তির উপর বৃহৎ আকারের একটি রূপা ছাতা নির্মাণ করা হবে৷ সেখানে ফুটিয়ে তোলা হবে রাজস্থানী শিল্প৷

কালীঘাট মন্দিরকে রুপো দিয়ে সাজানো ও মন্দির চত্বর ঢেলা সাজানোর লক্ষ্যে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছে রাজ্য সরকার৷ বৈঠক করেছে মন্দির কমিটি ও স্থানীয় প্রশাসন৷ কেননা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কালীঘাট মন্দিরকে বিশেষ ভাবে সাজিয়ে তোলা হবে ঘোষণা করেছেন৷ চলছে কালীঘাট মন্দির চত্বর সংস্কারের কাজ৷ কীভাবে নতুন ভাবে মন্দির সাজিয়ে তোলা হবে তা নিয়েও ব্লু প্রিন্ট তৈরি করেছে স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটি৷

The post রুপোলি হচ্ছে সতীপীঠ, ২৫০ কেজি রুপোয় ঢাকছে কালীঘাট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement