shono
Advertisement

থ্রিলার ও প্রেমের মিশেল, তিনটি ওয়েব সিরিজে অন্যরকম চরিত্রে সৌরভ, দর্শনা, কনীনিকা

ভিন্ন স্বাদের তিনটি ওয়েব সিরিজ।
Posted: 07:14 PM Jun 27, 2021Updated: 12:03 AM Jun 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus)আবহে সিনেমা হল বন্ধ। মুঠো ফোনেই ছবি, সিরিজ দেখার অভ্যাস করে ফেলেছে দর্শক। আর তাই তো বাজার ধরতে পরিচালকেরা একের পর সিরিজ তৈরিও করছেন দর্শকদের কাছে পৌঁছনোর জন্য। আর এবার সেই প্রচেষ্টা নিয়েই একেবারে তিনটে ওয়েব সিরিজের কাজ শুরু করে দিল ‘রুপ প্রোডকশন!’

Advertisement

[আরও পড়ুন : বন্ধ নতুন ধারাবাহিকের শুটিং, ফেডারেশনের নতুন নিয়মে ফের টেলিপাড়ায় জট ]

তিনটে ওয়েব সিরিজ একসঙ্গে। তাও আবার তিনটে ভিন্ন স্বাদের। এই তিনটে ওয়েব সিরিজ হল ‘সাইকো’ (Psycho), ‘অল্প হলেও সত্যি’ (Alpo Holeo Sotti) এবং ‘সন্ধে নামার পরে ‘ (Sondhey Namar Pore)।

প্রোডাকশনের তরফ থেকে জানানো হয়েছে এই তিনটে সিরিজই একেবারে অন্যস্বাদের। থ্রিলার এবং প্রেমকে মিশেল করেই তৈরি হতে চলেছে এই সিরিজ। ‘সাইকো’ সিরিজে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), প্রদীপ ভট্টাচার্যকে (Pradip Bhattacharya)। অন্যদিকে ‘অল্প হলেও সত্যি’তে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das), দর্শনা বণিক (Darshana Banik), ঋষভ বসু (Rishav Basu) ও শ্রীজনী মিত্রকে (Srijani Mitra)। ‘সন্ধে নামার পরে’ সিরিজে দেখা যাবে অর্ন মুখোপাধ্যায় (Arna Mukherjee), ঐশ্বর্য সেন (Aishwarya Sen) ও রানা বসু ঠাকুরকে (Rana Basu Thakur)।

‘সাইকো’ সিরিজটি পরিচালনা করছেন বাপ্পা, আর দুটি সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন
সৌম্যজিৎ আদক। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অঙ্কিত দাস ও সুরেশ তোলানী। সম্প্রতি কলাকুশলীদের নিয়ে হয়ে গেল এই সিরিজের শুভ মহরৎ।

[আরও পড়ুন : যশ-নুসরত কি একসঙ্গে থাকছেন? সানগ্লাস চোখে অভিনেত্রীর নয়া ছবি ঘিরে তুঙ্গে জল্পনা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement