সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে ছেলেকে ফোন উপহার দিয়েছিলেন বাবা। সেই মোবাইল ফোনই কাল হবে তা কে জানত! ছেলের ফোন কিছুক্ষণ গান শুনতে মাঠে নিয়ে গিয়েছিলেন প্রৌঢ়। পরে তা আনতে ভুলে যান। অভিযোগ, সেই রাগেই বাবার মাথায় কুড়ুলের দিয়ে আঘাত করে ছেলে। গুরুতর জখম ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। ঘটনা রাজস্থানের কোটার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঙ্গিলাল (৫৫) নামের ওই প্রৌঢ় ব্যক্তি তাঁর ২১ বছরের ছেলে রাকেশকে একটি ফোন উপহার দেন। ঘটনার দিন সেই ফোনটি গান শোনার জন্য মাঠে নিয়ে যান তিনি। তবে কাজের পর তা নিয়ে আসতে ভুলে যান। তাতেই বিপত্তি।
ছেলে ফোনের খোঁজ করলে মঙ্গিলাল সেই কথা জানান। তবে মানতে চাননি রাকেশ। ভাবেন বাবা সেটি বিক্রি করে দিয়েছেন। সেই রাগেই কুড়ুল দিয়ে বাবার মাথায় আঘাত করেন যুবক। মঙ্গিলাল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ছেড়ে পালান তিনি। প্রৌঢ়ের জামাই তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন তিনি। পুলিশ অভিযুক্ত ছেলের খোঁজে তল্লাশি শুরু করেছে।