shono
Advertisement

Breaking News

‘আমি এখনও হিরোইন, এত্ত বয়স হয়নি’, ভরা মঞ্চে ভক্তর কীর্তি দেখেই আঁতকে উঠলেন কৌশানী!

কী ঘটেছিল সেদিন?
Posted: 05:32 PM Aug 10, 2023Updated: 05:32 PM Aug 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজে কৌশানী মুখোপাধ্যায়ের লুক ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। পরনে গেরুয়া পোশাক, কাঁধ অবধি চুল, একেবারে ডি-গ্ল্যামারাস অবতারে ধরা দিয়েছেন ‘মোহিনী মা’। সাধিকা-রূপে অভিনেত্রীকে এর আগে দেখেননি দর্শকেরা। এবার কৌশানীকে দেখে ভরা মঞ্চেই পা ছুঁয়ে প্রণাম করতে ছুটে এলেন এক ভক্ত! তারপর?

Advertisement

মধ্যবয়স্কা ওই মহিলার কীর্তি দেখেই অপ্রস্তুত হয়ে যান ৩১ বছর বয়সি কৌশানী মুখোপাধ্যায়। প্রায় আঁতকে উঠে সরে যান! প্রণামে বাঁধা দিয়ে ওই ভক্তকে পাশে নিয়ে টলিউড অভিনেত্রীকে বলতে শোনা যায়, “আমি কিন্তু এখনও হিরোইনদের মধ্যে। … মানে আমার এখনও অত বয়স হয়নি।”

[আরও পড়ুন: মহাভারত’-এর হিট ‘দ্রৌপদী’ রূপা গঙ্গোপাধ্যায়কেই ‘গুরু’ মনে করছেন রুক্মিণী মৈত্র! কেন?]

প্রসঙ্গত, ‘আবার প্রলয়’ সিরিজে চেনা গণ্ডী থেকে বেরিয়ে এসে নিজের ছক ভেঙেছেন কৌশানী। সুন্দরবন অঞ্চলের বাঙাল ভাষা রপ্ত করতে কম কসরত করতে হয়নি তাঁকে। নিত্যদিন ওয়ার্কশপ করেছেন ক্যামেরার সামনে ‘মোহিনী মা’র চরিত্র ফুটিয়ে তোলার জন্য।

উল্লেখ্য, নায়িকার অভিনয় স্কিল নিয়েও কম কটাক্ষ হয়নি! শুনতে হয়েছে- কৌশানী নাকি অভিনয় পারেন না! সেই প্রেক্ষিতেও মুখ খুলেছিলেন তিনি। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কৌশানী সপাটে জানান, “যাঁরা বলেন কৌশানী অভিনয় পারেন না, তাঁরা আমাকে কখনও সুযোগ দেননি! তাহলে জানলেন কী করে আমি অভিনয় পারি কিনা! পরিচালক হিসেবেও সেসব নিন্দুকদের নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়।”

[আরও পড়ুন: ‘রক্তবীজ’-এর অ্যাকশন সিকোয়েন্সে মাথা ফেটে রক্তারক্তি দেবাশীষের! সামলালেন আবির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement