সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের স্পিন বিভাগের অন্যতম স্তম্ভ কুলদীপ যাদব। 'চায়নাম্যান' বোলারের স্পিন ঘূর্ণিতে বন্দি হয়েছেন বিশ্বের বিখ্যাত ব্যাটাররা। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কুলদীপের। যিনি 'আদর্শ' বলে মানেন প্রয়াত শেন ওয়ার্নকে। অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়ে অজি কিংবদন্তির মৃত্যুর শোকের কথা উঠে এল কুলদীপের মুখে।
এর আগেও তিনি বলেছিলেন ওয়ার্ন তাঁর কাছে আদর্শ। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়েছেন তিনি। সেখানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে রয়েছে ওয়ার্নের বিরাট প্রস্তর মূর্তি। সেটার সামনে দাঁড়িয়ে ছবি তুললেন কুলদীপ। সোশাল মিডিয়ায় সেগুলি পোস্ট করে কুলদীপ লেখেন, "সব সময় ও চিরকালীন'। ২০২২-র মার্চ মাসে আচমকায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ওয়ার্ন। কিন্তু আজও ক্রিকেটভক্তদের মনে অমলিন তাঁর কীর্তি।
[আরও পড়ুন: বিশালের হাতে টাইব্রেকারে জয়, রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান]
সেই বিষয়ে কুলদীপ বলেন, "শেন ওয়ার্ন আমার আদর্শ ছিলেন। আমার সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল। এখনও ওয়ার্নের কথা মনে পড়লে আমি আবেগতাড়িত হয়ে পড়ি। যেন পরিবারের কাউকে হারিয়েছি।" বছর শেষেই বর্ডার-গাভাসকর ট্রফি। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন কুলদীপ। সেটা নিয়েও রীতিমতো উত্তেজিত ভারতীয় স্পিনার। তিনি বলেন, "ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড কোয়ার্টার এমসিজি-তে আসতে পেরে দারুণ লাগছে। বর্ডার-গাভাসকর ট্রফির দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে যে দুরন্ত প্রতিযোগিতা হবে, সেই কথা আন্দাজ করাই যায়।"
[আরও পড়ুন: কাস্টমসকে হাফ ডজন গোলের মালা, কলকাতা লিগের শীর্ষে অপ্রতিরোধ্য ভবানীপুর]
সেই সঙ্গে তাঁর সংযোজন, "ভারতের ক্রিকেট ভক্তরা সারা বিশ্বজুড়েই দলকে সব সময় সমর্থন করেন। আমার বিশ্বাস বর্ডার-গাভাসকর ট্রফিতেও তাঁরা প্রচুর সংখ্যায় আসবেন। বিশেষ করে বক্সিং ডে টেস্টে।" ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ডিসেম্বরে বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নেই।