ইংল্যান্ড, প্রথম ইনিংস: ২১৮ (ক্রলি ৭৯, কুলদীপ ৫/৭২, অশ্বিন ৪/৫১)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকে ভেবেছিলেন ধরমশালায় ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে! হিমাচলপ্রদেশের এই মাঠের বাইশ গজ এবং আবহাওয়া নাকি বেন স্টোকসদের কাছে লর্ডস, এজবাস্টনের মতো! কিন্তু কোথায় কি! পঞ্চম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার অনেক আগেই গুটিয়ে গেল সাহেবদের প্রথম ইনিংস। কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিন ম্যাজিকে মাত্র ২১৮ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলি ছাড়া আর কেউই টিম ইন্ডিয়ার দুই স্পিনারের সামনে দাঁড়াতে পারেননি। কুলদীপ ৭২ রানে ৫ ও অশ্বিন তাঁর ১০০তম টেস্ট খেলতে নেমে নিলেন ৫১ রানে ৪ উইকেট।
দুই পেসারের প্রথম স্পেলের পরেই স্পিনারদের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। অশ্বিন ও কুলদীপের হাতে বল যেতেই ইংল্যান্ডের খারাপ শুরু হয়ে যায়। ৬৪ রানে ১ উইকেট হারায় সাহেবরা। বেন ডাকেটকে ফিরিয়ে বিপক্ষকে প্রথম ধাক্কা দেন কুলদীপ। ডাকেটের শট বেশ খানিকটা দৌড়়ে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন শুভমান গিল। ২৭ রানে ফেরেন ডাকেট। এর পর ক্রলিকে সঙ্গ দেন অলি পোপ। হাত জমে যাওয়ার পরে রান তোলার গতি বাড়ান ক্রলি। অশ্বিনের বলে সামনে বিশাল ছক্কা মারেন। মধ্যাহ্নভোজের আগেই অর্ধশতরান করেন ক্রলি। বিরতির ঠিক আগেই ইংল্যান্ডকে আরও একটি ধাক্কা দেন কুলদীপ। তাঁর বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে ১১ রানের মাথায় স্টাম্প আউট হন পোপ। ১০০ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।
[আরও পড়ুন: টিকিট মূল্যে বৈষম্য, ডার্বি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল মোহনবাগান]
লাঞ্চের কিছুক্ষণ পরেই ভারতীয় দলকে ফের সাফল্য এনে দেন কুলদীপ। এবার তিনি ক্রলিকে ফেরান। তাঁর ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে উইকেটে গিয়ে লাগে। ৭৯ রানে ফিরে যান ইংরেজ ওপেনার। জনি বেয়ারস্টো শুরু থেকে মারমুখী মেজাজে ছিলেন। কিন্তু ব্যক্তিগত ২৯ রান করে কুলদীপের বলে আউট হন। তাঁর দারুণ ক্যাচ ধরেন দ্রুব জুরেল।
পরের ওভারেই জো রুটকে আউট করেন রবীন্দ্র জাদেজা। রুট ভেবেছিলেন বল ঘুরবে। কিন্তু বল সোজা প্যাডে গিয়ে লাগে। ২৬ রান করেন রুট। এদিকে চলতি সিরিজে আরও এক বার ব্যর্থ হলেন স্টোকস। ব্যাকফুটে খেলতে গিয়ে খালি হাতে ফিরলেন ইংল্যান্ডের অধিনায়ক।
কুলদীপ, জাদেজার পরে উইকেট নেন অশ্বিনও। নিজের শততম টেস্ট খেলতে নেমে টম হার্টলিকে আউট করেন তিনি। চা বিরতির পরে দু’টি ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করেন ফোকস। কিন্তু বেশি ক্ষণ খেলতে পারেননি তিনি। ইংল্যান্ডের বাকি দু’টি উইকেট তুলে নেন অশ্বিন। ২১৮ রানে শেষ হয় স্টোকসদের ইনিংস। শততম টেস্টের প্রথম ইনিংসে ৫১ রানে ৪ উইকেট নেন অশ্বিন। অন্যদিকে কুলদীপ নিলেন ৭২ রানে ৫ উইকেট।