সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা এখনও অব্যাহত। আগামী বছর সেখানে ভারত যাবে কিনা, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। আলোচনায় উঠে এসেছে বিকল্প ভেন্যুর কথাও। টিম ইন্ডিয়া না গেলে সেই দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে। কিন্তু পাকিস্তানে ম্যাচ হলে কি সেখানে যাবেন? সেই বিষয়ে উত্তর দিলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।
৮ বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি। নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা মেন ইন ব্লু’র। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট।
[আরও পড়ুন: ডুরান্ড সেমিতে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু, জেমি-আশিককে ছাড়াই সুনীল-যুদ্ধে সবুজ-মেরুন]
এর আগে ২০২২ সালে এশিয়া কাপও সরে গিয়েছিল পাকিস্তানের মাটি থেকে। ফলে তাদের উপরও যথেষ্ট চাপ রয়েছে। কিন্তু কুলদীপ রাজি বর্ডারের ওপারে খেলতে যেতে। তিনি বলেছেন, "ক্রিকেটার হিসেবে আমাদের যেখানে খেলতে যেতে বলা হবে, আমরা সেখানেই যাব। আমি আগে কখনও পাকিস্তানে যাইনি। ফলে আমি খুব উত্তেজিত। পাকিস্তানের মানুষরা খুবই ভালো। যখনই সুযোগ আসুক না আমরা ওখানে খেলতে যাব।"
[আরও পড়ুন: ঘরোয়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটারদের জন্য চালু আর্থিক পুরস্কার, বড় ঘোষণা জয় শাহর]
যদিও কুলদীপের আশা এত সহজে পূর্ণ হবে বলে মনে হয় না। দিন কয়েক আগেই জয় শাহ জানিয়েছিলেন, এখনও কোনও বিষয় চূড়ান্ত করা হয়নি। যা পাক-বোর্ডের উপর আরও চাপ বাড়াবে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখেই স্টেডিয়ামের সারানোর কাজ শুরু করেছে তারা।