সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাটক যেন শেষ হচ্ছে না কর্ণাটকে। দপ্তর বণ্টনের পর এবার দুই শিবির দ্বিধাবিভক্ত হয়েছে রাজ্য বাজেট পেশ করা নিয়ে। আর সেই দূরত্ব মেটাতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী৷ সূত্রের খবর, নয়া সরকারের শুরুতেই দুই দলীয় বিধায়কদের মধ্যে বাড়তে থাকা সমস্যা মিটিয়ে ফেলার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে দুই শীর্ষ নেতার মধ্যে৷ বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ও জেডিএস নেতা দীনেশ আলি৷
[সন্ত্রাসের জবাব, সংঘর্ষবিরতি শেষে কাশ্মীরে নিকেশ ৪ জঙ্গি]
দীর্ঘ নাটকের পরে হইহই করে গতমাসেই কর্ণাটকে সরকার গড়েছিল কংগ্রেস ও জেডিএস জোট৷ তবে দু’দলের বিধায়কদের মধ্যে দপ্তর বণ্টন হওয়ার পরেই দেখা দিতে শুরু করেছিল বিবাদ৷ ‘তাঁদের ঠকানো হয়েছে’ এই অভিযোগে সরব হয়েছিলেন কংগ্রেস বিধায়করা৷ এমনকি দলের অন্দরেই প্রতিবাদের সুর চড়িয়েছিলেন দপ্তর না পাওয়া জেডিএস বিধায়কদের একটি অংশ৷ এমত অবস্থায় কয়েকদিনের মধ্যেই রাজ্য বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কর্ণাটকের নতুন সরকার৷ তার আগে আবারও সংবাদ শিরোনামে কর্ণাটক। সূত্রের খবর, পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশের বিষয়ে গররাজি কংগ্রেস শিবির। তাদের দাবি সাপ্লিমেন্টরি বাজেট পেশ করলেই হবে, পূর্ণাঙ্গ বাজেট পেশের প্রয়োজন নেই।
[কুকুর মরলেও কি প্রধানমন্ত্রীকে প্রতিক্রিয়া দিতে হবে? লঙ্কেশ হত্যায় প্রশ্ন নেতার]
দিন কয়েক আগে এই বিষয়ে বর্তমান মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে কথাও বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্দারামাইয়া। বুঝিয়েছিলেন, নতুন কোনও প্রকল্পের ঘোষণা করতে চাইলে তা সাপ্লিমেন্টরি বাজেটেই করতে পারে৷ তবে প্রাক্তনের কথা যে কানে তোলেননি তা সোমবারই সাংবাদিকদের সামনে তা স্পষ্ট করে দিয়েছেন বর্তমান। কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠকের পরে কুমারস্বামী জানান, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফলে পূর্ণাঙ্গ বাজেটে নতুন সরকারের তাদের কার্য পদ্ধতি ও কর্মপন্থারই আভাস রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে চায়৷ যা সাপ্লিমেন্টরি বাজেটে অসম্ভব। প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্দারামাইয়া৷ ঠিক সেই কারণেই পূর্ণাঙ্গ বাজেট পেশ নিয়ে কংগ্রেস শিবিরের আপত্তি বলে জানা গিয়েছে৷
The post পিছু ছাড়ছে না সমস্যা, বাজেট পেশ নিয়ে এবার দ্বন্দ্বে জেডিএস-কংগ্রেস appeared first on Sangbad Pratidin.