সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের বছর লোকসভা নির্বাচনে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এইচ ডি কুমারস্বামী। বুধবার শপথবাক্য পাঠ করার পর এমনই বার্তা দিলেন তিনি। বললেন, বিজেপি অশ্বমেধ ঘোড়া ছুটিয়েছে। সেটি রোখা দরকার। তিনি সেটাই চেয়েছিলেন। আর আজ সেই ঘোড়া রুখে দেখাল কর্ণাটক।
[ শপথ নিলেন কুমারস্বামী, দেশের স্বার্থে আঞ্চলিক দলগুলিকে এক হওয়ার ডাক মমতার ]
বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কুমারস্বামী। তিনি বলেন, “বিজেপি আমাকে ১২ বছর আগে ব্যবহার করেছিল। উত্তরপ্রদেশ নির্বাচনের পর আমি বলেছিলাম, আমার লক্ষ্য নরেন্দ্র মোদি ও অমিত শাহের অশ্বমেধ ঘোড়া থামানো। কংগ্রেস ও ডেজিএস সেই অশ্বমেধ ঘোড়া থামিয়েছে। মোদির কাছে খুব শীঘ্রই একটি প্রাণহীন ঘোড়া গিয়ে পৌঁছবে।” পৌরাণিক মতে, অশ্বমেধ ঘোড়া কোনও প্রতিপত্তিশালী রাজা বের করতেন। ঘোড়া যে পথ দিয়ে যেত সেই জমি সেই রাজার কুক্ষিগত হত। সেই ঘোড়াকে ধরা মানে সেই রাজাকে চ্যালেঞ্জ জানানো। বিজেপি যেভাবে দেশজুড়ে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে, তার দিকে ইঙ্গিত ছুঁড়েই এমন কথা বলেন কুমারস্বামী।
[ ভাঁড়ে মা ভবানী! অর্থসংকটে পড়ে মোদিকে হারাতে সোশ্যাল মিডিয়াই ভরসা কংগ্রেসের ]
বহু টালমাটালের পর শেষ পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন ডেজিএসের কুমারস্বামী। উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন কংগ্রেসের জি পরমেশ্বরা। গতকাল মঞ্চ থেকে আঞ্চলিক দলগুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানান প্রতিটি দলের নেতা ও নেত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি, বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের মতো ব্যক্তিত্ব। এছাড়া কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। কুমারস্বামী বলেন, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এত দলের নেতাদের উপস্থিতি ঐতিহাসিক। দেশকে রক্ষা করতে হলে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে বলে বার্তা দিয়েছেন সকলে।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আলাদা করে উল্লেখ করেন কুমারস্বামী। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পরামর্শ দেন, কীভাবে ভবিষ্যতে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে।
The post ‘মোদির অশ্বমেধ ঘোড়া রুখতে চেয়েছিলাম’, বার্তা কুমারস্বামীর appeared first on Sangbad Pratidin.