সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানহানিকর মন্তব্যের অভিযোগ। এবার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি বিজেপি নেতা শোভন।
বিজেপিতে সক্রিয় হওয়ার পর থেকেই শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছে তৃণমূল নেতারা। ব্যতিক্রমী নন কুণাল ঘোষও। তিনিও একাধিকবার আক্রমণ করেছেন শোভন চট্টোপাধ্যায়কে। নিশানা করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। পালটা দিয়েছেন প্রাক্তন মেয়র। কুণাল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি। তাঁকে ‘ক্রিমিনাল’ বলেও কটাক্ষ করেছেন। তার প্ররিপ্রেক্ষিতেই পদক্ষেপ করলেন কুণাল। জানা গিয়েছে, মানহানিকর মন্তব্য ও মিথ্যে অভিযোগ করায় শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়েছেন কুণাল।
[আরও পড়ুন: জন্মদিনে শ্রদ্ধার্ঘ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম নেতাজির নামে রাখতে পারেন মোদি]
ভোট যতই এগিয়ে আসছে তৃণমূল-বিজেপি নেতাদের একে অপরকে আক্রমণের পালা যেন বেড়েই বলেছে। ভোটের ময়দানে নিজেদের অস্তিত্ব বোঝাতে ব্যাক্তিগত আক্রমণ করতেও ছাড়ছেন না অনেকেই। যা নিয়ে শুরু হচ্ছে তরজা। আইনি পথেও হাঁটছেন কেউ কেউ। সম্প্রতি ‘গুন্ডা’ বলে কটাক্ষ করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নিঃর্শত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আইনি নোটিস পাঠিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে।