সুমিত বিশ্বাস, পুরুলিয়া: আদিবাসী স্ট্যাটাসের দাবিতে এবার কুড়মিরা কেন্দ্রের ক্ষমতায় থাকা এনডিএ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক জনতা দল (ইউনাইটেড)কে পাশে পেতে চাইছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) হাত ধরেই জাতিসত্ত্বার আন্দোলনের সাফল্যে বিজেপির উপর আরও বেশি করে চাপ দেওয়ার কৌশল নিয়েছে কুড়মিরা। গত শনিবার কুড়মিদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা সমন্বয় সমিতি বিহারের পাটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আদিবাসী তালিকাভুক্তের দাবির বিষয়টি তুলে ধরেন। নানা নথিপত্রও জমা দেন। ৪৫ জনের একটি প্রতিনিধিদল বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি পূরণে আশা প্রকাশ করে।
ছোটনাগপুরের কুড়মিদের (Kurmi) আদিবাসী মর্যাদা দেওয়ার দাবিতে বাংলার জঙ্গলমহল-সহ ঝাড়খণ্ড, ওড়িশায় আন্দোলন চলছে। ওই প্রতিনিধি দলে থাকা পূর্বাঞ্চল আদিবাসী (Tribal) কুড়মি সমাজের রাজ্য সম্পাদক শুভেন্দু মাহাতো জানান, "ছোটনাগপুরের কুড়মিদের আদিবাসী মর্যাদা দেওয়ার দাবি নিয়ে আমরা বিহারের (Bihar)মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। কথাবার্তা হয়েছে। তাঁকে অনুরোধ করেছিলাম, দাবি পূরণে বিষয়টি যাতে প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। কিছুক্ষণ কথাবার্তা বলার পর কাজে বেরিয়ে যান তিনি। কিন্তু পরে তার আপ্তসহায়ক আমাদের দাবির বিষয়ে সমস্ত কিছু বিশদে জানেন। এবং তা তালিকাভুক্ত করেন।''
[আরও পড়ুন: কথা রেখেছেন দেব, জানেন ভোটে জেতার পর কটা গাছ পুঁতেছেন ঘাটালের তারকা সাংসদ?]
আদিবাসী তালিকাভুক্ত হওয়ার দাবিতে সরকারের উপর চাপ বাড়াচ্ছে কুড়মিরা। রাজ্য সরকার এনিয়ে একাধিক পদক্ষেপ নিলেও তপসিলি সম্প্রদায়ের (SC) আওতাভুক্ত হওয়ার বিষয়টি যেহেতু কেন্দ্রের এক্তিয়ারের মধ্যে পড়ে, তাই রাজ্য আলাদাভাবে ওই দাবি পূরণে কোনও সদর্থক পদক্ষেপ নিতে পারছে না। তিন রাজ্যের কুড়মি সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে সমন্বয় সমিতি বিহারের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে দাবি পেশ করাকে উল্লেখযোগ্য বিষয় হিসাবেই দেখছে ওই জনজাতি। একই দাবিতে জঙ্গলমহলে আন্দোলন করা আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা) অজিতপ্রসাদ মাহাতো বলেন, "আমাদের দাবি এক। দাবি পূরণে আমাদের কাজ চলছে।"