-
- ফটো গ্যালারি
- La liga to build football academy in west bengal mou done in the meeting during cm mamata banerjees spain visit
বঙ্গ ফুটবলে স্প্যানিশ ছোঁয়া, কলকাতায় অ্যাকাডেমি গড়বে লা লিগা
মুখ্যমন্ত্রীর স্পেন সফরে মাদ্রিদে স্বাক্ষরিত MoU.
Tap to expand
বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীর স্পেন সফরে বড় প্রাপ্তি। বাংলা ফুটবলের উন্নতিতে হাতে হাত মিলিয়ে কাজ করবে লা লিগার, বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিটির।
Tap to expand
বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার সভাপতি জাভিয়ের তেভাসের সঙ্গে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও তিন ফুটবল ক্লাবের কর্তারা।
Tap to expand
বাংলা ফুটবলের উন্নতিতে ফুটবল অ্যাকাডেমি গড়বে লা লিগা, বড় ঘোষণা। মমতা, সৌরভের উপস্থিতিতে স্বাক্ষরিত MoU.
Tap to expand
লা লিগা সভাপতি জাভিয়ের তেভাস নতুন প্রকল্প নিয়ে খুবই আশাবাদী। বাংলা থেকে নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ নেবে সংস্থা, জানিয়েছেন তিনি।
Tap to expand
মাদ্রিদের ফুটবলে বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেন, 'কথা দিচ্ছি আপনারা একবার কলকাতায় যোগ দিলে বুঝতে পারবেন কেন এই শহর ফুটবল অ্যাকাডেমি তৈরি হওয়ার জন্য উপযুক্ত।'
Tap to expand
মাদ্রিদেও 'খেলা হবে' স্টাইল মুখ্যমন্ত্রীর! ফুটবল ছুঁড়ে লা লিগার সঙ্গে নতুন চুক্তিকে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
লা লিগার সভাপতি জাভিয়ের তেভাসের হাতে উপহার তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Sucheta SenguptaPosted: 12:34 AM Sep 15, 2023Updated: 12:49 AM Sep 15, 2023
মুখ্যমন্ত্রীর স্পেন সফরে মাদ্রিদে স্বাক্ষরিত MoU.