shono
Advertisement
Bangladesh

বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, গণেশ মূর্তি নিয়ে যাত্রাকালে গরম জল, ইটবৃষ্টি, জানালেন হাসিনাপুত্র জয়

হাসিনাপুত্র জয় শুক্রবার একটি ভিডিও পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেলে। ভিডিওটি প্রাথমিক ভাবে পোস্ট করা হয়েছিল আওয়ামি লিগের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে। ঘটনাটি চট্টগ্রামের বলে জানা গিয়েছে।
Published By: Kishore GhoshPosted: 11:10 PM Sep 07, 2024Updated: 12:12 AM Sep 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা। এবার চট্টগ্রামে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি বাড়ি থেকে গরম জল এবং ইটবৃষ্টির অভিযোগ উঠল। প্রতিমা ও সনাতন সম্প্রদায়ের মানুষকে হামলার অভিযোগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এক্স হ্যান্ডেলে টুইট করে এই ঘটনার কথা জানিয়েছেন তিনি।

Advertisement

হাসিনাপুত্র জয় শুক্রবার একটি ভিডিও পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেলে। ভিডিওটি প্রাথমিক ভাবে পোস্ট করা হয়েছিল আওয়ামি লিগের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, ৬ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রামের চেড়াগি পাহাড় মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় সনাতন সম্প্রদায়ের মানুষের উপরে রাস্তার পাশের একটি বাড়ি থেকে গরম জল ফেলা হয়, ইটবৃষ্টি করা হয়। ২ জনকে ৪০ মিনিট ধরে নির্যাতন করা হয় বলে অভিযোগ। তাঁদের একজন বর্তমানে চট্টোগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি। পরে অত্যাচারের প্রতিবাদে চেড়াগি পাহাড় মোড়ে অবস্থান বিক্ষোভ করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

 

[আরও পড়ুন: পাক-ক্রিকেটকে বাঁচাতে দরকার গম্ভীরের মতো শক্ত ধাতুর কোচ, চর্চা বর্ডারের ওপারেই]

আওয়ামি লিগের তরফে এই ঘটনার তীব্র নিদ্ধা করা হয়েছে। সমস্ত সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে হাসিনার দল। বাংলাদেশের প্রাক্তন শাসক দলের বিস্ফোরক অভিযোগ, প্রধান উপদেষ্টা হিন্দুদের উপর আক্রমণকে রাজনৈতিক বলে উস্কানি দেন, তখনই হামলা হওয়াই স্বাভাবিক। হাসিনাপুত্র জয় অবশ্য হিন্দুদের উপর চট্টগ্রামে হামলা, এই একটিমাত্র লাইন লিখেছেন সোশাল মিডিয়ায়। উল্লেখ্য, প্রকাশ্যে বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা মহম্মদ ইউনুস হিন্দুদের হামলার নিন্দা করেছেন। ঢাকা কালীবাড়িতে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করতেও দেখা গিয়েছে তাঁকে, যদিও এর পরও বাংলাদেশে হিন্দুরা বারবার আক্রান্ত হচ্ছেন কেন, তা এক কঠিন প্রশ্ন।

 

[আরও পড়ুন: যৌন হেনস্তার অভিযোগ! ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড অরিন্দম শীল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আওয়ামি লিগের তরফে এই ঘটনার তীব্র নিদ্ধা করা হয়েছে। সমস্ত সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে হাসিনার দল।
  • বাংলাদেশের প্রাক্তন শাসক দলের বিস্ফোরক অভিযোগ, প্রধান উপদেষ্টা হিন্দুদের উপর আক্রমণকে রাজনৈতিক বলে উস্কানি দেন, তখনই হামলা হওয়াই স্বাভাবিক।
Advertisement