shono
Advertisement

বউ হারানোর গল্প নিয়ে ফের পরিচালনায় কিরণ রাও, প্রযোজনায় প্রাক্তন স্বামী আমির খান

প্রকাশ্যে এল ছবির টিজার।
Posted: 03:33 PM Sep 09, 2023Updated: 03:34 PM Sep 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদ হলেও, বন্ধুত্বের সম্পর্কে চিড় পড়েনি আমির খান ও কিরণ রাওয়ের। আর তাই তো নিজের যখন নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন আমির, ঠিক সেই সময়ই প্রাক্তন স্ত্রীর কিরণ রাওয়ের পাশে দাঁড়ালেন আমির। কিরণের নতুন ছবির প্রযোজকও তিনিই।

Advertisement

প্রকাশ্য়ে এল কিরণ রাওয়ের নতুন ছবি ‘লাপাতা লেডিজ’-এর ঝলক। ঝলকেই নতুন এক গল্পের ইঙ্গিত দিলেন পরিচালক কিরণ। ছবিটি যে কমেডি মোড়া গল্পে সামাজিক বার্তা দেবে তা বোঝা গেল প্রথম ঝলকেই।

[আরও পড়ুন: ‘খোকার ভবিষ্যদ্বাণীই সত্যি’, ‘দ্বিতীয় পুরুষ’-এর সংলাপেই ‘জওয়ান’ শাহরুখের প্রশংসা সৃজিতের]

প্রসঙ্গত, বিচ্ছেদ ঘোষণা করে আমির ও কিরণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। যেখানে তাঁরা লিখেছিলেন, ‘এই ১৫ বছরের দাম্পত্যে আমরা দু’জনে মধুর কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। যা হাসি, আনন্দে ভরা। আর এর মধ্যে দিয়েই দু’জনের সম্পর্কে ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং ভালবাসা জন্ম নিয়েছিল। এখন আমরা দুজনেই জীবনের নতুন পর্ব শুরু করতে চলেছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়। বরং অভিভাবক হিসেবে, একটা পরিবার হিসেবে। এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের উপর কোনওভাবেই প্রভাব পড়বে না। আমরা দু’জনেই আজাদকে বড় করে তুলব। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজ করব। আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ আমাদের পাশে সব সময় থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের আর্শীবাদ ও শুভেচ্ছা চাই। এই বিবাহবিচ্ছেদকে কখনই শেষ হিসেবে নয়, বরং নতুন শুরু হিসেবে দেখার অনুরোধ করছি।’

[আরও পড়ুন: ‘রেনবো জেলি’র সিক্যুয়েলে বিজ্ঞানীর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement