shono
Advertisement
Chennai Super Kings

ঘুরিয়ে ম্যাচ গড়াপেটা করে! চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিস্ফোরক ললিত মোদি

প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনকে কাঠগড়ায় তুলেছেন ললিত।
Published By: Anwesha AdhikaryPosted: 11:57 PM Nov 27, 2024Updated: 11:57 PM Nov 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুললেন স্বয়ং ললিত মোদি! আইপিএলের প্রবর্তকের দাবি, ঘুরিয়ে ম্যাচ গড়াপেটা করতেন এন শ্রীনিবাসন। এমনকি নিলাম থেকে জোর করে পছন্দের ক্রিকেটারকেও দলে নিয়েছেন সিএসকের প্রাক্তন সর্বেসর্বা।

Advertisement

একটি ইউটিউব পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন আইপিএল কর্তা। তাঁর মতে, আইপিএলের অকশনে কারচুপি করতেন শ্রীনিবাসন। দ্বিতীয় মরশুমে একরকম জোর করেই ইংল্যান্ডের প্রাক্তন তারকা অ্যান্ড্রু ফ্লিন্টফকে দলে নিয়েছিলেন তিনি। ললিত জানিয়েছেন, "আমিই সিএসকের হাতে তুলে দিয়েছিলাম ফ্লিন্টফকে। নিঃসন্দেহে সব দলগুলোই এটা জানত। কারণ আমরা অন্য সব দলগুলোকে বলে রেখেছিলাম, কেউ যেন ফ্লিন্টফকে দলে না নেয়। কারণ শ্রীনিবাস স্পষ্ট বলেছিল, ফ্লিন্টফকে ওর চাই।"

এখানেই শেষ নয়। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টকে আইপিএলের 'পথের কাঁটা' বলেছেন ললিত মোদি। কেবল আইপিএল নয়, গোটা বিসিসিআইয়ের পক্ষেই শ্রীনিবাসন বিপজ্জনক বলে মনে করেন তিনি। পডকাস্টে ললিত বলেন, "আইপিএল নিয়ে আলোচনা শুরু হচ্ছে যখন, বোর্ডে শ্রীনিবাসনও ছিল। আমার ঘোরতর বিরোধী ছিল। আমার বিরুদ্ধে ও আম্পায়ার বদলে দেওয়ার অভিযোগ এনেছিল। কিন্তু আমিও একই অভিযোগ ওর বিরুদ্ধে পালটা এনেছিলাম। কারণ ও আম্পায়ার বদলে দিত।"

আইপিএলের প্রাক্তন কর্তা জানান, সিএসকের ম্যাচে শ্রীনিবাসন সবসময়ে চেন্নাইয়ের আম্পায়ারকে দায়িত্ব দিতেন। প্রথম দিকে বিষয়টি খেয়াল না করলেও পরে গোটা ব্যাপার নজরে আসে ললিতের। আম্পায়ার বদলের বিষয়টিকে ঘুরিয়ে ম্যাচ গড়াপেটা বলেই পডাকাস্টে সাফ জানিয়েছেন তিনি। সঙ্গে আরও বলেন, শ্রীনিবাসনের মুখোশ খুলে দিয়েছিলেন বলেই প্রাক্তন বোর্ডকর্তার রোষের মুখে পড়তে হয় তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটি ইউটিউব পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন আইপিএল কর্তা।
  • প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টকে আইপিএলের 'পথের কাঁটা' বলেছেন ললিত মোদি।
  • আইপিএলের প্রাক্তন কর্তা জানান, সিএসকের ম্যাচে শ্রীনিবাসন সবসময়ে চেন্নাইয়ের আম্পায়ারকে দায়িত্ব দিতেন।
Advertisement