shono
Advertisement
NIA

রামেশ্বরম বিস্ফোরণে লস্কর! NIA-এর হাতে গ্রেপ্তার জঙ্গি

বেঙ্গালুরুতে জঙ্গি হামলার ষড়যন্ত্রে গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত, জেলমুক্তির পর ফের হামলার ছক।
Published By: Amit Kumar DasPosted: 08:43 PM May 24, 2024Updated: 08:43 PM May 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামেশ্বরমের রেস্তরাঁয় বিস্ফোরণের ঘটনায় যুক্ত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। এমনই বিস্ফোরক দাবি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর। এই মামলার তদন্তে তল্লাশি অভিযান চালিয়ে এনআইএ গ্রেপ্তার করেছে এক যুবককে। তদন্তকারীদের দাবি, গ্রেপ্তার হওয়া ওই যুবক ৩৫ বছর বয়সি শোয়েব আহমেদ মির্জা ওরফে ছোটু। ওই অভিযুক্ত লস্কর-ই-তৈবার সদস্য।

Advertisement

তদন্তকারীদের দাবি, বেঙ্গালুরুতে (Bengaluru) জঙ্গি হামলার ষড়যন্ত্রের এক মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দি হয়েছিল মির্জা। জেল থেকে মুক্ত হওয়ার পরই সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করে অভিযুক্ত এই লস্কর সদস্য। এই মামলার তদন্তে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। যার মধ্যে গত ১২ এপ্রিল কলকাতা গ্রেপ্তার করা হয় আবদুল মতিন তোহা ও মুসাবির হুসেনকে। তদন্তে জানা গেছে, ২০১৮ সালে অভিযুক্ত আহমেদ মির্জা একজন অনলাইন হ্যান্ডলারের সাথে আব্দুল মতিন তোহার পরিচয় করিয়ে দেন, এই ব্যক্তি বিদেশে রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। আহমেদ তাদের মধ্যে যোগাযোগের জন্য একটি ইমেল আইডিও দিয়েছিল।

মামলার তদন্তে নেমে জঙ্গি যোগের বিষয় প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠেন এআইএ (NIA) আধিকারিকরা। রীতিমতো তল্লাশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মির্জাকে। তার গ্রেপ্তারি বড় সাফল্য হিসেবে দেখছেন এনআইএ আধিকারিকরা। এই মামলার তদন্তে এখনও পর্যন্ত কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ-সহ ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন এনআইএ আধিকারিকরা।

[আরও পড়ুন: ‘পিকে বিজেপিরই লোক, শাহের নির্দেশে পদ পান নীতীশের দলে’, বিস্ফোরক তেজস্বী]

প্রসঙ্গত, মার্চের শুরুতেই বেঙ্গালুরুর এক রেস্তরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কুণ্ডলাহল্লিতে রামেশ্বরম নামের রেস্তরাঁতে এই বিস্ফোরণের ঘটনায় শিউরে ওঠে গোটা দেশ। ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও তদন্তে জানা যায়, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল রেস্তরাঁয়। এর পর মামলার তদন্তভার যায় এনআইএর হাতে। তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে আগেই ৪ জনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। এবার জাতীয় তদন্তকারী সংস্থার জালে এক লস্কর জঙ্গি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেশ্বরমের রেস্তরাঁয় বিস্ফোরণের ঘটনায় যুক্ত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা।
  • মামলার তদন্তে তল্লাশি অভিযান চালিয়ে এনআইএ গ্রেপ্তার করেছে এক যুবককে।
  • এই মামলার তদন্তে মোট ৫ জনকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা।
Advertisement