shono
Advertisement

খোশামেজাজে ভিডিও আপলোড করার পরই বিমান দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় ব্রাজিলীয় গায়িকার

মাত্র ২৬ বছর বয়সেই প্রাণ হারালেন গায়িকা।
Posted: 04:43 PM Nov 06, 2021Updated: 04:50 PM Nov 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:অদৃষ্টের লিখন বোধহয় একেই বলে। ঘণ্টা খানেক আগেও আনন্দে মশগুল ছিলেন। ক্যামেরার সামনে খোশমেজাজে খাবার খাচ্ছিলেন বিমানে বসে।  তারপরই সব শেষ। খবর এল, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনপ্রিয় ব্রাজিলীয় গায়িকার। মাত্র ২৬ বছর বয়েসেই প্রাণ হারালেন মারিলিয়া মেনডোনসা (Marilia Mendonca)।

Advertisement

ব্রাজিলের লোকসংগীত শিল্পী হিসেবে খুবই জনপ্রিয় মারিলিয়া। অল্প বয়সেই প্রবল খ্যাতি পান তিনি। ২০১৯ সালে নিজের গানের অ্যালবামের জন্য ল্যাটিন আমেরিকার গ্র্যামি সম্মান পান। করোনা (Coronavirus) কালেও অনলাইন কনসার্ট করে নিজের অনুরাগীদের মাতিয়ে রেখেছিলেন।  একটি ভারচুয়াল কনসার্টে তো তিরিশ লক্ষেরও বেশি দর্শক যোগ দেন।

[আরও পড়ুন: অনলাইনে খাবার অর্ডার দিয়েও পাননি, মোদি-মমতাকে খোলা চিঠি প্রসেনজিতের

সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ছিলেন মারিলিয়া। জানা গিয়েছে, শুক্রবার তাঁর কারাটিঙ্গাতে একটি কনসার্ট ছিল। সেই জন্যই বিমানে করে রওনা দিয়েছিলেন। যাত্রার শুরুতেই একটি ভিডিও আপলোড করেন মারিলিয়া। সেখানে কনসার্টের জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছেন সেই তথ্য শেয়ার করেন। খুশিতে আত্মহারা হয়ে বিমানে উঠতে দেখা যায় ২৬ বছরের গায়িকাকে।  তারপরই আবার বিমানের আসনে বসে খোশমেজাজে খাবার খেতে দেখা যায়। তখন জানতেন না, এক ঘণ্টার মধ্যেই সমস্ত কিছু শেষ হয়ে যেতে চলেছে। 

মারিলিয়ার ভিডিও আপলোড করার ঘণ্টা খানেকের মধ্যেই ঘটে দুর্ঘটনা। মারিলিয়ার পাশাপাশি তাঁর সহকারীও বিমান দুর্ঘটনায় প্রাণ হারাণ। পাইলটেরও মৃত্যু হয়েছে বলে খবর। প্রখ্যাত গায়িকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জের বোলসোনারো (Jair Bolsonaro)।  নিজের সময়ের সেরা প্রতিভা ছিলেন মারিলিয়া, টুইটারে জানান তিনি। কীভাবে এই বিমান দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ব্রাজিলের একটি কোম্পানির পক্ষ দাবি করা হয়েছে, মারিলিয়া যে বিমানে ছিলেন সেটি তাদের বিদ্যুতের খুঁটিয়ে এসে ধাক্কা মারে। আর তাতে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। 

[আরও পড়ুন: হিরো আলমের সঙ্গে জুটি বাঁধছেন রানু মণ্ডল, বাংলাদেশের ছবিতে এবার গান গাইবেন রানাঘাটের ‘লতা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement