রাহুল রায়: ‘পেপারওয়েট নিয়ে এজলাসে মামলা করতে যাই না। নিজেদের যুক্তি নিয়ে যাই।’ হাই কোর্টের নতুন ৯ বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly) খোঁচা দিতে ছাড়লেন না বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ।
একজন কলকাতা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের (Bar association) সভাপতি। আরেকজন হাই কোর্টের সেই বিচারপতি যিনি রাতারাতি সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ‘সেনসেশন’ হয়ে উঠেছেন। এই দুই আইন বিশারদের কাদা ছোঁড়াছুঁড়ি এখন সবচেয়ে চর্চিত বিষয় কলকাতা হাই কোর্টে। বেশ কিছুদিন ধরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অরুণাভ একে অপরকে বাক্যবাণে বিঁধে চলেছেন। অরুণাভ (Arunava Ghosh) কখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি আইন জানেন না।’ পালটা বিচারপতি গঙ্গোপাধ্যায় কখনও অরুণাভকে ‘জ্যাঠামশাই’ বলে কটাক্ষ করেছেন। এবার সেই বাগযুদ্ধে নয়া মাত্রা যোগ হল।
[আরও পড়ুন: ‘আমি সেটিং করি না, আমাকে অনেকে সেটিং করতে আসে’, বিরোধীদের সপাট জবাব মমতার]
কিছুদিন আগে অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে ওঠা টেট কেলেঙ্কারির মামলার শুনানিতে অরুণাভ ঘোষ এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাদানুবাদ চরমে ওঠে। সেদিনের সেই শুনানির ভিডিওগ্রাফি করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেটা নিয়ে আবার সোমবার অরুণাভ ঘোষ-সহ প্রায় ২০০ আইনজীবী প্রধান বিচারপতির কাছে গিয়ে নালিশ করে এসেছেন। তাঁদের দাবি, ভিডিওগ্রাফি করে আদালত কক্ষের মর্যাদা ক্ষুন্ন করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ভরা এজলাসে সেই অভিযোগের জবাব দিয়েছেন অভিজিৎবাবু। পালটা অভিযোগও করেছেন। তিনি বলেন, “ওইদিন ভিড়ের পিছন দিকে অনেকে পেপারওয়েট নিয়ে দাঁড়িয়েছিল। এই কারণে আমি সেদিন ভিডিও করতে বলেছি। জ্যাঠামশাই এসে বলে গেলেন, সেটাই শেষ কথা হয়ে গেল!”
[আরও পড়ুন: কনস্টেবল নিয়োগে বয়সসীমায় ছাড়, পুজোর আগে পুলিশ কর্মীদের একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর]
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই ‘পেপারওয়েট’ অভিযোগের জবাব বুধবার বিচারপতিদের শপথের মঞ্চ থেকে দিলেন অরুণাভ ঘোষ। অভিজিৎবাবুর নাম না করে অরুণাভর কটাক্ষ,”দয়া করে আইনজীবীদের ভয় পাবেন না। আমরা পেপারওয়েট নিয়ে এজলাসে মামলা করতে যাই না। আমরা নিজেদের যুক্তি নিয়ে মামলা করতে যাই। সবার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। সবাই যদি পেপারওয়েট নিয়ে যায় তাহলে এত পেপারওয়েট কোথা থেকে পাওয়া যাবে?”