shono
Advertisement

আদালতে শুনানি চলাকালীনই মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা আইনজীবীর! তদন্তের নির্দেশ

আদালত নীরব দর্শক থাকতে পারে না, ভর্ৎসনা হাই কোর্টের।
Posted: 02:11 PM Dec 22, 2021Updated: 02:11 PM Dec 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে আদালতে চলছিল ভারচুয়াল শুনানি। আর তখনই দেখা গেল এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন স্বয়ং আইনজীবী। মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ওই আইনজীবীকে।

Advertisement

অভিযুক্ত আইনজীবীর নাম আর ডি সান্থানা কৃষ্ণণ। তামিলনাড়ু ও পুদুচেরির বার কাউন্সিলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের নিষ্পত্তি হচ্ছে ততদিন তিনি কোনও আদালত বা ট্রাইব্যুনালে কোনও মামলা লড়তে পারবেন না।

[আরও পড়ুন: অযোধ্যায় রাম জন্মভূমিতে জমি বিজেপি বিধায়ক, মেয়রের! পর্দাফাঁস বড়সড় কেলেঙ্কারির]

ঠিক কী ঘটেছিল? প্রকাশিত ভিডিওয় দেখা গিয়েছে ভিডিও কনফারেন্সে শুনানি চলাকালীন এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন ওই আইনজীবী। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় স্তম্ভিত বিচারপতিরা। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারতি পি এন প্রকাশ ও আর হেমলতার বেঞ্চ জানিয়েছে, শুনানি চলাকালীন এই ধরনের নির্লজ্জ অশ্লীলতার ঘটনা চোখে পড়লে আদালতের পক্ষে নীরব দর্শক হয়ে বসে থাকা সম্ভব নয়। সেই সঙ্গেই তাঁরা পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, কোনও ভাবেই যাতে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে।

বিচারপতিরা ক্রাইম ব্রাঞ্চ ও সিআইডিকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে একটি মামলা রুজু করতে। পাশাপাশি তদন্ত শুরু করে ২৩ ডিসেম্বরই এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিতে হবে। তাছাড়া তামিলনাড়ু বার কাউন্সিলকেও নির্দেশ দেওয়া হয়েছে সান্থানা কৃষ্ণণের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যথাযথ পদক্ষেপ করার জন্য।

[আরও পড়ুন: বিরোধীদের হট্টগোলের জের, নির্দিষ্ট সময়ের একদিন আগেই শেষ সংসদের অধিবেশন]

পাশাপাশি আদালত জানিয়েছে, এই পরিস্থিতিতে ভারচুয়াল শুনানি চলার আর দরকার আছে কিনা তাও বিবেচনা করা দরকার। হাই কোর্ট কিংবা জেলা আদালতে প্রচুর সংখ্যক আইনজীবীরা ইতিমধ্যেই হাজিরা দিতে শুরু করেছেন। তবে বিষয়টি যে মাননীয় প্রধান বিচারপতির বিবেচনাধীন তাও জানিয়েছেন বিচারপতিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement