সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan Sharan Singh) দু’দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে। মঙ্গলবার দেখা গেল যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের হয়ে আদালতে সওয়াল করছেন প্রখ্যাত আইনজীবী রাজীব মোহন, যিনি ২০১২ সালের নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত ধর্ষকদের ফাঁসির দাবিতে আদালতে সওয়াল করেছিলেন। যা দেখে অনেকেই অবাক হয়েছেন।
নির্ভয়া কাণ্ডের পাশাপাশি বিভিন্ন সময়ে প্রতিবাদী ভূমিকা নিতে দেখা গিয়েছে রাজীবকে, সেই ব্যক্তিই মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের হয়ে মামলা লড়েন কী করে? প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও পেশাদার আইনজীবী হিসেবে এই কাজ অস্বাভাবিক নয় বলেই মনে করছে আইনজীবী মহল। উল্লেখ্য, মঙ্গলবার ব্রিজভূষণের হয়ে রাজীবের সওয়ালের পরেই অন্তর্বর্তী জামিন পান কুস্তি ফেডারেশনের প্রাক্তন কর্তা। যদিও এই মামলায় জামিনের আরজির বিষয়টি নিয়ে ফের শুনানি হবে বৃহস্পতিবার।
[আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়ংকর ট্রান্সফর্মার বিস্ফোরণ, মৃত্যু অন্তত ১৫ জনের, আহত বহু]
২০২০ সালের মার্চ মাসে নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্তদের ফাঁসির সাজা শোনায় আদালত। ওই ঘটনায় গোটা দেশে প্রতিবাদে সরব হয়েছিল। কঠোর সাজার দাবি জানায় আমজনতা। এর পরেই আদালতে চার জনের ফাঁসির সাজার দাবি জানিয়েছিলেন এই রাজীবই। একই ব্যক্তি ব্রিজভূষণকে নির্দোষ প্রমাণ করতে ময়দানে নামলেন। যাঁর বিরুদ্ধে একাধিক মহিলা ক্রীড়াবিদকে যৌন হেনস্থার অভিযোগ। এমনকী যে ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিকের মতো দেশের গৌরব কুস্তিগীর। আইনজীবী মহল যাই বলুন আমজনতা কিন্তু বিষয়টিকে হজম করতে পারছে না।