সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগেই বিতর্কে ‘ছপাক’। তবে সিনেমার কোনও সংলাপ বা দৃশ্য নিয়ে কোনও সংগঠন বা নেটিজেনদের রোষের শিকার হয়নি ছবি। ‘ছপাক’ বিতর্কে জড়িয়েছে তার কেন্দ্রীয় চরিত্রের জন্য। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। আর লক্ষ্মীর জন্যই মুক্তির দোরগোড়ায় এসে কাঠগড়ায় দীপিকা-মেঘনা।
ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। ‘ছপাক’ ছবিটি আদতে লক্ষ্মীর জীবনকাহিনি। পরিচালক মেঘনা গুলজার যখন ছবিটি তৈরির সিদ্ধান্ত নেন তখন তিনি লক্ষ্মীর সঙ্গে কথাও বলেন। এরপর প্রযোজক ও পরিচালক মোট ১৩ লক্ষ টাকায় বিনিময়ে তাঁর গল্পটি পর্দায় তুলে আনার কথা বলেন। সোজা কথায় অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালকে কপিরাইটের জন্য ১৩ লক্ষ টাকা দেন তাঁরা। প্রথমে লক্ষ্মী কিছু বলেননি। তিনি টাকা পেয়ে খুশিই ছিলেন। কিন্তু এখন তিনি বেঁকে বসেছেন। তিনি এখন তাঁর জীবনের গল্প পর্দায় দেখানোর জন্য আরও বেশি টাকা দাবি করছেন।
[ আরও পড়ুন: ‘পেটে ভাত নেই, ভিটে মাটি চাঁটি করার আইন’, CAA’র বিরোধিতায় সরব কমলেশ্বর ]
এদিকে ছবির ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে। ঘোষিত হয়ে গিয়েছে ছবি মুক্তির দিনও। এমন সময় লক্ষ্মীর এমন দাবিতে সমস্যায় পড়েছেন নির্মাতারা। ছবিতে যেমন অভিনয় করছেন দীপিকা, তেমনই ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। ফলে এমনিতেই এই সময়ে তাঁর ব্যস্ততা প্রচুর। তার উপর লক্ষ্ণী আগারওয়ালের এমন দাবির পর বেশ সমস্যায় পড়েছেন তিনি। তবে এই বিষযে তিনি আইনের সাহায্য নেবেন কিনা, তা এখনও জানা যায়নি। লক্ষ্মীও এনিয়ে কোনও পদক্ষেপ নিয়েছেন কিনা, জানা যায়নি তাও। তবে লক্ষ্মী-দীপিকার এই দ্বন্দ্ব ‘ছপাক’-এর জন্য যে সুখকর নয়, তা বলাই বাহুল্য।
ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবিটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতি এবং স্বামী অমলের চরিত্রে রয়েছেন বিক্রান্ত মাসে। শোনা গিয়েছে, শুটিং ফ্লোরে নামার আগে অভিনেত্রী বেশ পোক্ত হোমওয়ার্ক করেছেন। ‘ছপাক’-এর জন্য দীপিকার লুকের রূপান্তর কিন্তু দেখার মতো। কুঁচকে যাওয়া ত্বক, ভ্রূ-হীন চেহারা, মুখের সর্বস্ব পোড়া–এই লুক নেটদুনিয়ায় প্রশংসিত তো হয়েইছে, সঙ্গে লক্ষ্মীর চরিত্রে দীপিকার অভিনয়ও নাকি বেশ মনে ধরেছে পরিচালকের। এখন অপেক্ষা শুধু মুক্তি পাওয়ার। ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
[ আরও পড়ুন: ‘আমরা সবাই নাগরিক, NRC হবে না’, প্রতিবাদী মিছিলেই CAA বিরোধী গান বাঁধলেন ইন্দ্রনীল ]
The post কপিরাইটের টাকা নিয়ে অসন্তুষ্ট লক্ষ্মী, কাঠগড়ায় ‘ছপাক’-এর নির্মাতারা appeared first on Sangbad Pratidin.