shono
Advertisement

কেরলে মসনদ দখল ভিএসের

আরব সাগরের তীরের ছোট্ট রাজ্য কেরলে ফের একবার কুর্সি দখল করল বাম সমর্থিত এলডিএফ জোট৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদের পথে নব্বই বছরের ‘তরুণ’ ভিএস অচ্যুতানন্দন৷
Posted: 08:57 PM May 19, 2016Updated: 03:32 PM May 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরল শিবিরের রক্তচক্ষু উপেক্ষা করে নবান্ন দখলের লড়াইয়ে কংগ্রেসের হাত ধরেছিল আলিমুদ্দিন৷ কিন্তু মে মাসের ১৯ তারিখ দেখল অন্য সকাল৷ কুর্সি দখল তো দূরস্থান, বাংলায় রীতিমতো কাগুজে বাঘে পরিণত হল বামেরা৷ কিন্তু দেশের দক্ষিণ প্রান্তে ছবিটা একেবারেই উল্টো৷ আরব সাগরের তীরের ছোট্ট রাজ্য কেরলে ফের একবার কুর্সি দখল করল বাম সমর্থিত এলডিএফ জোট৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদের পথে নব্বই বছরের ‘তরুণ’ ভিএস অচ্যুতানন্দন৷ কেরলে এখনও পিনারাই বিজয়ন নয় ভিএস-ই যে ফ্যাক্টর তা এই জয় আরও একবার প্রমাণ হল৷

Advertisement

রাজ্যের ১৪০টি আসনের মধ্যে ৯২টি আসনে জয়ী হয়েছে বামেদের লেফ্ট ডেমোক্রেটিক ফ্রন্ট বা এলডিএফ জোট৷ অন্যদিকে, কংগ্রেস জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) পেয়েছে মাত্র ৪৬টি আসন৷ এই প্রথমবার রাজ্যে খাতা খুলল গেরুয়া শিবির৷ একটি মাত্র আসনে জয়ী হয়েছে বিজেপি৷ রাজধানী তিরুবনন্তপুরমের কাছে নেমম আসনে জয়ী হয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি প্রার্থী ৮৬ বছরের ও রাজাগোপাল৷ একটি মাত্র আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী পিসি জর্জ৷

বিজেপি-র জয়ের জন্য কেরলের রাজ্য সংগঠনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটারে বিজেপি-র রাজ্য সংগঠনকে অভিনন্দন জানিয়েছেন মোদি৷ তবে আশা জাগিয়েও শেষ ল্যাপে এসে হেরে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এস শ্রীসন্ত৷ তিরুবনন্তপুরম আসনে হেরে যান শ্রীসন্ত৷ তবে হেরে গেলেও রাজ্যের মানুষের জন্য কাজ তিনি করে যাবেন বলে তিনি টুইটারে জানিয়েছেন৷

‘কী হলে কী হতে পারত তা না ভেবে এবার সময় এসে গিয়েছে সিরিয়াস অ্যাকশনের’, দলের বিপর্যয়ের পর নেতাদের দিকে এমন ভাবেই ঘুরিয়ে আঙুল তুলেছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর৷ তবে দলীয় ট্রাডিশন মেনে এই হারের জন্য কোনও ভাবেই সোনিয়া বা রাহুল গান্ধী দায়ী নয় সে কথা জানাতেও ভোলেননি থারুর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement