সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক লাইভ চলাকালীনই শিব সেনার উদ্ধব শিবিরের নেতা অভিষেক ঘোষলকরের দিকে তাক করে চালানো হল গুলি। এরপর হামলাকারী সেই বন্দুক নিজের দিকেই ঘুরিয়ে গুলি করেন। মৃত্যু হয় দুজনেরই। ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
উদ্ধব ঠাকরে শিবিরের প্রাক্তন কাউন্সিলার বিনোদ ঘোষলকরের ছেলে অভিষেক। মৌরিস নোরানা ওরফে মৌরিস ভাই নামে এক নেতার সঙ্গে তিক্ততা বেড়েছিল তাঁর। তবে সম্প্রতি সেই দ্বন্দ্ব মিটে যায়। সম্পর্কের উন্নতি ঘটে। সেই মৌরিস ভাই দাহিসার এলাকায় নিজের অফিসের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিষেককে। তাঁর ডাকে সাড়া দিয়ে সেখানে পৌঁছেও গিয়েছিলেন অভিষেক। সেই অনুষ্ঠানই ফেসবুকে লাইভ করা হচ্ছিল। কিন্তু ঠিক সেই সময়ই অভিষেকের উপর গুলি চালান মৌরিস। এর পর সেই বন্দুকের গুলিতেই আত্মঘাতী হন তিনি। জানা গিয়েছে, তাঁর সেই বন্দুকটি ছিল বেআইনি। তবে ঠিক কেন গুলি চালানোর ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও।
[আরও পড়ুন: হিংসায় উত্তপ্ত উত্তরাখণ্ড, মৃত অন্তত ৪, আহত ২৫০]
এই ঘটনায় সরব প্রাক্তন মন্ত্রী তথা উদ্ধবপুত্র আদিত্য ঠাকরে। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রে হিংসা আর অপরাধমূলক কার্যকলাপ বেড়েই চলেছে। প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে বাস করছেন সাধারণ মানুষ। সবচেয়ে বড় বিষয় হল, এমন পরিস্থিতিতে কোনওভাবেই এখানে শিল্প গড়ে উঠবে না।
উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রেই থানার ভিতরে গুলি চালানোর ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য। শিণ্ডে শিবিরের নেতার উপর গুলি চালান বিজেপি বিধায়ক। যাতে গুরুতর আহন হন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই দৃশ্যের ভিডিও। ঘটনার কথা স্বীকারও করেন ওই বিধায়ক। এবার আবারও গুলি চালানোয় ঘটনায় আতঙ্কে মহারাষ্ট্রবাসী।